Monday, August 25, 2025

বাম আমলেই শুরু রেশন দু.র্নীতি! তথ্য ইডির হাতে

Date:

Share post:

বাম আমলে নিয়োগ দুর্নীতির কথা আগেই প্রকাশিত। বিভিন্ন চিঠি-চিরকুট প্রকাশ হয়েছে সংবাদমাধ্যমে। এবার রেশন দুর্নীতিতে বিগত বামফ্রন্ট সরকারের নেতা-মন্ত্রীরা জড়িত বলে তথ্য পেয়েছে খোদ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

ইডির অনুমান, ২০০৭ সাল থেকে রেশন (Ration) দুর্নীতির সূত্রপাত। তৎকালীন বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত নেয়, গ্রাহকদের রেশনে গমের বদলে আটা দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অনুমোদন নিয়ে সেই ব্যবস্থা চালু হয়। বাকিবুর রহমানের রাইস মিল আগেই সরকারি উদ্যোগে কেনা ধান ভাঙিয়ে চাল উৎপাদন করে রেশনে (Ration) সরবরাহ করত। বামফ্রন্ট সরকারের নয়া সিদ্ধান্তে তিনি আটা কলও চালু করেন। গম থেকে আটা তৈরি করে রেশন দোকানে পাঠানোর বরাতও পান সম্প্রতি ইডির হাতে ধৃত বাকিবুর।

শুক্রবার গ্রেফতার করা হয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyatipriyo Mallik)। তারপর থেকেই প্রশ্ন উঠছে, কবে থেকে শুরু হয়েছিল রেশন দুর্নীতি? আর খাদ্য দফতর সূত্রে খবর, বাম জমাতেই এর শুরু। রেশনে গ্রাহকদের গমের পরিবর্তে আটা দেওয়ার রীতি দেশের অন্য কোনও রাজ্যে নেই। পশ্চিমবঙ্গে বিগত বাম সরকার এটা চালু করে। রেশনে যে গম সরবরাহ হয়, কেন্দ্রের কাছ থেকে অনুমতি নিয়ে তার উপর নতুন কন্ট্রোল অর্ডার জারি করে খাদ্য দফতর। তৎকালীন বামফ্রন্ট সরকারের খাদ্য দফতর ফরওয়ার্ড ব্লকের কাছে থাকলেও, অভিযোগ সিপিএমের এক প্রভাবশালী মন্ত্রী এই বিষয়টা চালু করতে অতি সক্রিয় হয়ে ওঠেন।

এর পরেই একের পর এক আটা কল তৈরি হয়। আর তৎকালীন রাজ্য সরকার এই আটা কলগুলি গম ভাঙিয়ে আটা সরবরাহ করার চুক্তি শুরু করে। এই ব্যবস্থাই এখনও চলছে। তবে, রেশন ডিলারদের সংগঠন কলকাতা হাইকোর্টে মামলা করায় কলকাতা, ব্যারাকপুর, হুগলি, আসানসোলের এলাকায় রেশনে আটা সরবরাহ করতে পারেনি বাম সরকার। তদন্তকারীদের মতে বাম জমানাতেই এই দুর্নীতির সূত্রপাত।

spot_img

Related articles

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...

দার্জিলিংয়ে প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ, তাকদায় সূচনা নতুন দিগন্তের

চলতি সপ্তাহেই নতুন দিগন্ত খুলতে চলেছে দার্জিলিং পাহাড়ে। প্রথমবারের জন্য পাহাড় পাচ্ছে একটি ইঞ্জিনিয়ারিং কলেজ। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে...

ঘোষণা ছাড়াই টালিগঞ্জ থেকেই ঘুরছে মেট্রো! স্বস্তি উড়েছে যাত্রীদের

কথা দিয়ে কথা রাখছে না মেট্রো! কোনও ঘোষণা ছাড়াই নিজেদের ইচ্ছেমতো ট্রেন চালাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। আর তাতেই ক্ষোভ...