বৃষ্টিকে পাকাপাকি বিদায় জানিয়ে নভেম্বরের গোড়াতেই শীতের সুখ অনুভব করবে বঙ্গবাসী। সকালের দিকে অস্বস্তি থাকলেও সন্ধ্যা থেকে হালকা শীতের আমেজ অনুভূত হবে। আগামী সাত দিন কলকাতায় (Kolkata)বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই জানিয়ে দিল হাওয়া অফিস (Weather Department )।

আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে লক্ষী পুজোয় মূলত পরিষ্কার রৌদ্রজ্জ্বল আকাশ থাকবে। সোমবার পর্যন্ত শীতের আমেজ ক্রমশ বাড়বে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। নভেম্বরের প্রথম থেকেই বড় ইনিংস গড়ার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়বে শীত।
