মা লক্ষ্মীর আহবান নিজেই করুন, মনে রাখুন এই নিয়মগুলি

আজ কোজাগরী লক্ষ্মীপুজো। কীভাবে নিজে নিজেই করবেন মায়ের আরাধনা?

ঘট স্থাপনের পর মাকে প্রণাম করার পালা। ধ্যান মন্ত্রে মা কে প্রণাম করুন। যদি সঠিক উচ্চারণ করতে না পারেন তাহলে মাকে মনে মনে স্মরণ করে প্রণাম জানাবেন। মাকে প্রণাম করে এবার আহবান জানান।

মাকে মনে মনে আহবান জানান। হাত নমস্কার করে চোখ বন্ধ করে, বলুন এসো মা আমার গৃহে প্রবেশ কর। আমার গৃহে অধিষ্ঠান কর। আমার এই সামান্য আয়োজন, নৈবিদ্য গ্রহণ কর মা। এইভাবে মাকে আহবান জানাবেন। মা আপনার ঘরে প্রবেশ করছেন তাই মায়ের পা ধুয়ে দিন। মায়ের আঁকা পায়ে জলের ছিটা দিন।তারপর ঘটে আতপচাল, দুব্বো, ফুল ও চন্দন দিন। এরপর একে একে দেবীকে সব অর্পণ করুন। ফল,মিষ্টি যা কিছু আয়োজন করেছেন। তারপর ধূপ ধুনো দিন। অর্পণ করার পর এবার পুষ্পাঞ্জলি। হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র তিনবার উচ্চারন করুন। তারপর দেবীর বাহনকে ফুল দিন। এবং নারায়নকে স্মরণ করে ঘটে ফুল দিন এবং দেবতা ইন্দ্র ও কুবেরকে স্মরণ করে ঘটে ফুল দিন। তারপর দেবীকে প্রণাম করুন। এরপর সবশেষে লক্ষ্মীদেবীর পাঁচালী পড়ে পূজা শেষ করুন।

মনে রাখুন এই মন্ত্রগুলি:

বাড়ির পুজো নিজে করুন। এই মন্ত্র অবশ্যই বলুন।

লক্ষ্মীর বীজ মন্ত্র

ওম শ্রীং হৃীং শ্রীং কমলে কমলালয়ে প্রসীদ প্রসীদ শ্রীং হৃীং শ্রীং ওম মহালক্ষ্মী নমঃ।।

লক্ষ্মীর ধ্যান মন্ত্র

ওম শ্রীং ক্লীং মহালক্ষ্মী মহালক্ষ্মী এহ্যোহি সর্ব সৌভাগ্যং দেহি মে স্বাহা।।

ঋণ মুক্তির মন্ত্র

ওম হৃীং শ্রী ক্রীং ক্লীং শ্রী লক্ষ্মী মম গৃহে ধন পূরয়ে, ধন পূরয়ে, চিন্তায় দূরয়ে-দূরয়ে স্বাহাঃ।।

ধন লাভের মন্ত্র

যা রক্তাম্বুজবাসিনী বিলাসিনী চণ্ডাংশু তেজস্বিনী। যা রক্তা রুধিরাম্বরা হরিসখী যা শ্রী মনোল্হাজিনী।। যা রত্নাকরমন্থনাত্প্রংগটিতা বিষ্ণোস্বয়া গেহিনা। সা মাং পাতু মনোরমা ভগবতী লক্ষ্মীশ্চ পদ্মাবতী।

সাফল্যের মন্ত্র

ওম হৃীং হৃীং শ্রী লক্ষ্মী বাসুদেবায় নমঃ

সুখ-সমৃদ্ধির মন্ত্র

দুঃখ-কষ্ট দূর ও জীবনে সুখ-সমৃদ্ধি লাভ করার জন্য নিয়মিত লক্ষ্মী গায়ত্রী মন্ত্র জপ করা উচিত। এটি হল– ওম শ্রী মহালক্ষ্ম্যৈ চ বিদ্মহে বিষ্ণু পত্নৈ চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ ওম।

আত্মবিশ্বাস বৃদ্ধির মন্ত্র

ওম হৃীং শ্রীং লক্ষ্মীভ্যো নমঃ।

পুষ্পাঞ্জলি মন্ত্র

নমস্তে সর্বদেবানং বরদাসি হরিপ্রিয়ে।

যা গতিস্তং প্রপন্নানং স্বা মে ভূয়াত্বদর্চবাৎ।।

প্রণাম মন্ত্র

ওঁ বিশ্বরূপস্য ভার্যাসি পদ্মে পদ্মালয়ে শুভে।

সর্বতঃ পাহি মাং দেবী মহালক্ষ্মী নমোহস্তুতে।

Previous articleজেলায় জেলায় শীতের আগমনী বার্তা, উইকেন্ডে কমবে তাপমাত্রা
Next articleরেশন দুর্নী.তির শিকড় লুকিয়ে সিপিএম জমানায়! সরকারি বরাত নিয়ে ফুলেফেঁপে উঠেছিল বাকিবুর