Sunday, May 4, 2025

বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে চোট পাওয়ায় খেলতে পারছেন না হার্দিক পান্ডিয়া। এবাবের বিশ্বকাপে তিনি কি ফিরতে পারবেন ভারতীয় দলে? তা নিয়ে জল্পনা চলছে। এর মধ্যেই বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ভাল খবর চলে এল ভারতীয় দলের জন্য। সূত্রের খবর, শনিবার থেকে হার্দিক দৌড় শুরু করবেন হার্দিক। গোড়ালির চোট কাটিয়ে উঠছেন তিনি।

গ্রুপের শেষ ম্যাচে ভারত খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। মনে করা হচ্ছে সেই ম্যাচে দেখা যেতে পারে হার্দিককে। তার আগে তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা প্রায় নেই। রবিবার ভারতীয় দল ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামছে। এরপর টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ শ্রীলঙ্কা। ম্যাচটি হবে মুম্বই-এর ওয়াংখেড়ে স্টেডিয়ামে। কলকাতায় রোহিতরা খেলবেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এরপরেই গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও নেদারল্যান্ডস। মনে করা হচ্ছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ওই ম্যাচ থেকেই ফেরানো হবে হার্দিককে।

টানা পাঁচ ম্যাচ জিতে নক-আউট পর্বে ওঠা তো প্রায় নিশ্চিতই হয়ে গিয়েছে ভারতের। অযথা ঝুঁকি নেবে কেন টিম ইন্ডিয়া? নেদারল্যান্ডস ম্যাচে নামালে অপেক্ষাকত কম চাপের মধ্যে হার্দিক সেমিফাইনাল, ফাইনাল যুদ্ধের জন্য তৈরি হতে পারবেন। গ্রুপ পর্বের বাকি ক’টা ম্যাচের চেয়েও অনেক বেশি করে তাঁকে দরকার পড়বে নক-আউটে।

হার্দিক গোড়ালিতে গ্রেড ১ লিগামেন্ট টিয়ার হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে বল করার পর লিটন দাসের স্ট্রেট ড্রাইভ পা দিয়ে ঠেকাতে যান হার্দিক। সেই সময়ই পায়ের চোট লাগে। মাঠের মধ্যেই বেশ কিছুটা সময় চিকিৎসা চলে তাঁর। মাঠের বাইরে নিয়ে যেতে হয়। অষ্টম ওভারের তৃতীয় বল করার সময় চোট পান। যদিও এরপর শেষ তিন বল করতে গিয়েও সমস্যায় পড়েন হার্দিক। শেষ তিন বল করতে হয় বিরাট কোহলিকে।

আরও পড়ুন:ইডেনে বিশ্বকাপের প্রথম ম‍্যাচে ফাঁকা গ‍্যালারি, লোক টানতে ব‍্যর্থ ক্রিকেটের নন্দনকানন

 

Related articles

জেল থেকে সেনার তথ্য পাকিস্তানে পাচার! পঞ্জাবে গ্রেফতার ২ চর

ভারতীয় সেনার গোয়েন্দা ব্যর্থতা পহেলগাম হামলায় (Pahalgan attack) যেভাবে প্রকাশ্যে এসেছে তাতে নিরাপত্তা নিয়ে কার্যত রাতের ঘুম উড়েছে...

কোটায় নিটের আগেই আত্মঘাতী মেডিক্যাল পরীক্ষার্থী, ভাড়াবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ!

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার (National Eligibility cum Entrance Test) আগের রাতে গেরুয়া রাজ্যে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ। রাজস্থানের কোটা...

রাজ্য পুলিশের অভিযানে বসিরহাটে উদ্ধার লক্ষাধিক টাকার জাল নোট!  

রাজ্য পুলিশের (WB Police) বড় সাফল্য। উত্তর ২৪ পরগনার বসিরহাট (Basirhat, North 24 Parganas) পুলিশ জেলার মাটিয়া থানা...

মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি রাজ্যজুড়ে, আজ কালবৈশাখীর সম্ভাবনা কলকাতায়

রবিবাসরীয় সকালে আকাশে হালকা মেঘ আর রোদের লুকোচুরি খেলা চলছে। যদি এখনও পর্যন্ত বৃষ্টির কোনও খবর নেই। আলিপুর...
Exit mobile version