Friday, November 7, 2025

শ্রীলঙ্কার জলসীমানায় ৩৭ ভারতীয় মৎস্যজীবী আ.টক, বা.জেয়াপ্ত ৫টি নৌকা

Date:

আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ৩৭ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। রবিবার তাদের গ্রেফতারের পাশাপাশি পাঁচটি নৌকো বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে সতীর্থ মৎস্যজীবীদের মুক্তির দাবিতে তামিলনাড়ুর রামেশ্বরমের মৎস্যজীবী সমিতির সদস্যরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন।

জানা গিয়েছে, শ্রীলঙ্কার জলসীমানায় চিনা নৌবাহিনীর একটি গুপ্তচর জাহাজ নোঙর করার পর নৌবাহিনী টহল জোরদার করা হয়েছে। শ্রীলঙ্কার নৌবাহিনীর একাধিক দল রামেশ্বরমের ২৩ জন ভারতীয় জেলেকে ঘিরে ফেলে যারা থালাইমান্নারের কাছে মাছ ধরছিল। এরপর তাদের গ্রেফতার করা হয় এবং থালাইমান্নার নেভি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তাদের ৫টি নৌকা বাজেয়াপ্ত করা হয়।

অন্য একটি ঘটনায়, নেদুনথিভুর কাছে ১৪ জন মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের দুটি নৌকা বাজেয়াপ্ত করা হয়েছে। এরপর তাদের মায়িলাট্টি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ১৪ অক্টোবর থেকে, শ্রীলঙ্কার নৌবাহিনী পৃথক ঘটনায় মোট ৬৪ জন মৎস্যজীবীকে গ্রেফতার করেছে এবং ১০টি নৌকা আটক করেছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন শনিবার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখেছেন। মালদ্বীপ উপকূল রক্ষীদের দ্বারা আটক ১২ জন মৎস্যজীবী এবং তাদের মাছ ধরার নৌকাগুলিকে মুক্তি দেওয়ার জন্য তাকে অনুরোধ করেছেন।চিঠিতে স্ট্যালিন উল্লেখ করেছেন যে থুথুকুডি জেলা থেকে ১ অক্টোবর মাছ ধরার জন্য রওনা হওয়ার পরে ২৩ অক্টোবর মৎস্যজীবীদের আটক করা হয়েছিল। এরপরেই জয়শঙ্করকে তাদের মুক্তি নিশ্চিত করতে মালদ্বীপ কর্তৃপক্ষের কাছে বিষয়টি নিয়ে যাওয়ার অনুরোধ করেছেন তিনি।

Related articles

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...

JNU-তে ফের বাম জোটের জয়জয়কার, খাতা খুলতে পারল না ABVP

ফের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটে (JNU Students' Union Elections) খাতা খুলতে পারল না এবিভিপি। JNU ছাত্র...
Exit mobile version