আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে ৩৭ জন ভারতীয় মৎস্যজীবীকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। রবিবার তাদের গ্রেফতারের পাশাপাশি পাঁচটি নৌকো বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে সতীর্থ মৎস্যজীবীদের মুক্তির দাবিতে তামিলনাড়ুর রামেশ্বরমের মৎস্যজীবী সমিতির সদস্যরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন।
জানা গিয়েছে, শ্রীলঙ্কার জলসীমানায় চিনা নৌবাহিনীর একটি গুপ্তচর জাহাজ নোঙর করার পর নৌবাহিনী টহল জোরদার করা হয়েছে। শ্রীলঙ্কার নৌবাহিনীর একাধিক দল রামেশ্বরমের ২৩ জন ভারতীয় জেলেকে ঘিরে ফেলে যারা থালাইমান্নারের কাছে মাছ ধরছিল। এরপর তাদের গ্রেফতার করা হয় এবং থালাইমান্নার নেভি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। তাদের ৫টি নৌকা বাজেয়াপ্ত করা হয়।
অন্য একটি ঘটনায়, নেদুনথিভুর কাছে ১৪ জন মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের দুটি নৌকা বাজেয়াপ্ত করা হয়েছে। এরপর তাদের মায়িলাট্টি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। ১৪ অক্টোবর থেকে, শ্রীলঙ্কার নৌবাহিনী পৃথক ঘটনায় মোট ৬৪ জন মৎস্যজীবীকে গ্রেফতার করেছে এবং ১০টি নৌকা আটক করেছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন শনিবার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখেছেন। মালদ্বীপ উপকূল রক্ষীদের দ্বারা আটক ১২ জন মৎস্যজীবী এবং তাদের মাছ ধরার নৌকাগুলিকে মুক্তি দেওয়ার জন্য তাকে অনুরোধ করেছেন।