Tuesday, August 26, 2025

ব্যবসা বাড়ছে কলকাতায়, চমকে দেবে আন্তর্জাতিক সমীক্ষার রিপোর্ট!

Date:

কলকাতায় (Kolkata) বাড়ছে ব্যবসা করার প্রবণতা। আন্তর্জাতিক সমীক্ষা (International survey) বলছে বাণিজ্যিক কাজে ব্যবহার করার জন্য এই শহরে জায়গা নেওয়ার প্রবণতা বাড়ছে। আবাসন সংক্রান্ত আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থা নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়ার (Knight Frank India)রিপোর্ট বলছে, চলতি বছরে সহ কলকাতায় জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাণিজ্যিক কাজের জন্য নতুন করে ২৭ লক্ষ বর্গফুট জায়গা ভাড়া দেওয়া হয়েছে । গত বছর যা ছিল ২০ লক্ষ বর্গফুট।এক বছরের নিরিখে তা বেড়েছে প্রায় ৩২ শতাংশ।

বাণিজ্য ক্ষেত্রে লক্ষ্মীর আসন ক্রমশ পাকা হচ্ছে তিলোত্তমায়। আন্তর্জাতিক সমীক্ষা অনুযায়ী বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য জানুয়ারি থেকে সেপ্টেম্বর অব্দি কলকাতায় নতুন করে ৪৩ লক্ষ বর্গফুট জায়গা তৈরি হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমায় নতুন জায়গা তৈরি হয়েছে ১১ লক্ষ বর্গফুট। ওই একই সময়ে এই শহরে জায়গা ভাড়া বা লিজ দেওয়া হয়েছে ১০ লক্ষ বর্গফুট জায়গা।

কলকাতার পাশাপাশি অবশ্য মুম্বই, দিল্লি, চেন্নাই, হায়দরাবাদ, পুনে, বেঙ্গালুরু ও আমেদাবাদের নাম উঠে এসেছে এই সমীক্ষায়। সেখানে বলা হয়েছে, এই ৮টি শহরে যে পরিমাণ জায়গা লিজ দেওয়া হয়েছে, তার ১০ শতাংশ দখলে রয়েছে কলকাতার। তবে গত ৯ মাসের হিসেবের নিরিখে সবথেকে এগিয়ে রয়েছে মুম্বই। সেখানে লিজ দেওয়া হয়েছে ৫৩ লক্ষ বর্গফুট এলাকা। দ্বিতীয় স্থানে চেন্নাই, সেখানে নতুন করে ৫১ লক্ষ বর্গফুট এলাকা লিজ দেওয়া হয়েছে। দিল্লিতে লিজের পরিমাণ ৪৯ লক্ষ বর্গফুট। রিপোর্টটি বলছে, কলকাতায় ই কমার্স সংস্থাগুলি লিজ নেওয়ার দিক থেকে এগিয়ে রয়েছে। ভাড়া নেওয়া জায়গার প্রায় ৪৫ শতাংশ দখলে রেখেছে তারাই। এরপর একে একে ইঞ্জিনিয়ারিং ও ম্যানুফ্যাকচারিং সংস্থা রয়েছে।

Related articles

দুদিন ছুটি বৃষ্টির! তবুও থাকছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে ফের তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। তার জেরে ফের ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর। যার প্রভাব ওড়িশা ও বাংলার...

অনেক প্রেরণা তাঁরই: জন্মদিবসে মাদার টেরেসাকে স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি যত না ছিলেন ম্যাসিডোনিয়ার তার থেকেও বেশি ছিলেন ভারতের, এই বাংলার। যাঁদের বেঁচে থাকার কোনও আশাই ছিল...

সবার ভালোবাসা লালবাগচা রাজাকে, মুম্বইয়ের গণেশ পুজোয় টক্কর দিতে তৈরি অন্যরাও

মুম্বইয়ের লালবাগের রাজাকে (Lalbaugcha Raja) কে না চেনে। সারাবছর আখ্খা মুম্বইকর অপেক্ষা করেন তাঁর ঝলক দর্শনের জন্য। এবছরও...

প্রাথমিক টেট-এর তথ্য ফাঁস হয়নি, বিভ্রান্তি কাটিয়ে জানালো পর্ষদ

নতুন জালিয়াতির বিরুদ্ধে কড়া রাজ্যের শিক্ষা দফতর। প্রাথমিক টেট-এর (Primary TET) তথ্য ফাঁস হওয়া নিয়ে নতুন করে বিভ্রান্তি...
Exit mobile version