Sunday, May 4, 2025

সামনেই দীপাবলি (Diwali Festival)। আলোর উৎসবে ঝলমল করে উঠবে বাংলা। কালী পুজোর অন্যতম আকর্ষণ বাজির রোশনাই। গত তিন বছর ধরে কলকাতার শহিদ মিনারে (Sahid Minar) আইনের জটিলতার কারণে বাজি বাজার বসছে না। কিন্তু এবার ফিরতে চলেছে পুরনো মেলা। দীর্ঘ জটিলতা কাটিয়ে সেনার (Army) তরফে অনুমতি পাওয়ার পর আগামী মঙ্গলবার ৩১ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত শহিদ মিনারে বাজি বাজার (Bazi Bazar) বসবে বলে সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমিতির তরফে জানানো হয়েছে।

উদ্যোক্তারা বলছেন, পরিবেশ সচেতনতার কথা মাথায় রেখে এবং রাজ্য সরকারের নির্দেশিকা মেনেই সবুজ বাজির দিকে জোর দেওয়া হয়েছে। ময়দানে ৫০ টি স্টলে তারাবাজি, ফুলঝুরি, চরকি, হাওয়াই, তুবড়ি, রংমশাল-সহ নানা ধরনের আলোকবাজি বিক্রি হবে। সমিতির চেয়ারম্যান বাবলা রায় বলেন,একই সঙ্গে টালাতে বাজি বাজারের আয়োজন করা হয়৷ তবে এ বছর সেটা হচ্ছে না। তবে শুধু কলকাতা নয়, গোটা রাজ্যের বিভিন্ন জেলায় এই বাজি বাজার বসতে চলেছে । সবমিলিয়ে কম-বেশি ৭০ টি জায়গায় বাজি বাজার বসবে । তার মধ্যে যেমন কাওয়াখালি ডুমুরজলা রয়েছে তেমনই উত্তরবঙ্গে ২০ টি জায়গায় সবুজ বাজি বাজারের আয়োজন করা হচ্ছে। সরকারের তরফে সব ছোট বড় অস্থায়ী বাজি ব্যবসায়ীদের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে । কিন্তু লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বেশ কয়েকটি নিয়ম এবং বিধি মানার কঠোর নির্দেশ রয়েছে । শুধুমাত্র সবুজ বাজি বিক্রির জন্য লাইসেন্স দেওয়ার কথা বলা হয়েছে । কোনওরকমভাবেই শব্দবাজির ব্যবহার যাতে না-হয় সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখার কথা বলা হয়েছে। উদ্যোক্তারা বলছেন, দীর্ঘদিন ধরে শহিদ মিনার ময়দানে আতশবাজি মেলা বন্ধ থাকার পরে আমাদের অনুরোধে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) হস্তক্ষেপ করেন। তারপরেই কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর নির্দেশে ময়দানে আতশবাজি মেলার অনুমতি হাতে এল।

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version