Thursday, August 21, 2025

অভিজিৎ ঘোষ, যোধপুর (রাজস্থান)

আজ এক অন্য গল্প। গল্প বলছি এই কারণে, যে যোধপুরের (Jodhpur) দেওয়াল, কুঠী, ঝিলের জল আর লোকের মুখে মুখে খবর, সলমনকে ফাঁসানো হয়েছে। কে কাকে ফাঁসিয়েছে সে তো পরের কথা। তার বিচার করবে আদালত। কিন্তু যে কথা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সে কথা শুনলে আপনার চক্ষুচড়কগাছ হতে বাধ্য।

সেটা ১৯৯৮ সাল। সুরেশ বরজাতিয়ার ছবি ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলছিল যোধপুরে। শুটিংয়ে দীর্ঘ সময় ধরে গোটা টিম ছিল যোধপুরে। সলমন, সইফ, তাব্বু, সোনালীরা ছিলেন। সেখানেই ঘটেছিল সেই কালো হরিণ শিকারের অভিযোগ। মামলা আদালতে পৌঁছায়। বহুদিন পর তা কোর্টে উঠলে সলমনের (Salman Khan) জেলের নির্দেশ হয়। যদিও ভাইজান হাইকোর্টে গিয়ে জামিন পান।

 

কিন্তু যারা একটু রাজনীতির খবর রাখেন, তাঁরা তো বটেই, এমনকী রাজঘরানা নিয়ে যাদের আগ্রহ রয়েছে, তারা শোনালেন অন্য গল্প। এ গল্পের সত্যাসত্য জানা নেই। কিন্তু বলছেন এলাকারই মানুষজন।

কী সেই ঘটনা? যোধপুরের রাজা গজ সিং। যিনি এখনও জীবিত। বয়স বছর ৭৫। তাঁর এক ছেলে এক মেয়ে। ছেলে শিবরাজ আর মেয়ে শিবরঞ্জনী। মেয়েকে ঘিরেই এই কাণ্ড। শিবরঞ্জনী বিদেশে শিক্ষিত। ব্যবসা করেন জমিয়ে। নিজের পোলো টিম আছে। তাঁর বিয়ে নিয়ে নানা কথা শোনা যায়। বারবার বিয়ে ভাঙার গল্পও আছে। হাম সাথ সাথ ছবির শুটিংয়ের সময় উমেদ ভবনেই সলমন খানের সঙ্গে আলাপ। ক’দিনেই নাকি মন দেওয়া-নেওয়া। সম্পর্কের খবর কানে যেতেই ক্ষুব্ধ গজ সিং শিবরঞ্জনীকে সাবধান করেন।

যোধপুর উমেদভবন

রাজা গজ সিং

শিবরঞ্জনী

কিন্তু অমোঘ টানে লাগাম দিতে না পারায় শেষে নাকি এলাকার বিষ্ণোই আদিবাসীদের কাজে লাগিয়ে শিকারের প্লট সাজিয়ে সলমনকে ফাঁসিয়ে ছিলেন রাজা। সঙ্গে সইফ, তাব্বু আর সোনালীকে জড়ান মামলা সাজাতে। তারপরের ঘটনা সকলের জানা। কিন্তু এই গল্প কতখানি সত্য তা বলা মুশকিল, কিন্তু এলাকার বহু মানুষ মোটেই সলমন খানকে দোষী মানতে চান না। তাঁরা বলছেন, রাজা কি খেল!

যোধপুরে না এলে এমন বিস্ময়কর ঘটনা অজানাই থেকে যেত!

 

 

 

 

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...
Exit mobile version