Friday, November 7, 2025

অভিজিৎ ঘোষ, যোধপুর (রাজস্থান)

আজ এক অন্য গল্প। গল্প বলছি এই কারণে, যে যোধপুরের (Jodhpur) দেওয়াল, কুঠী, ঝিলের জল আর লোকের মুখে মুখে খবর, সলমনকে ফাঁসানো হয়েছে। কে কাকে ফাঁসিয়েছে সে তো পরের কথা। তার বিচার করবে আদালত। কিন্তু যে কথা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, সে কথা শুনলে আপনার চক্ষুচড়কগাছ হতে বাধ্য।

সেটা ১৯৯৮ সাল। সুরেশ বরজাতিয়ার ছবি ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শুটিং চলছিল যোধপুরে। শুটিংয়ে দীর্ঘ সময় ধরে গোটা টিম ছিল যোধপুরে। সলমন, সইফ, তাব্বু, সোনালীরা ছিলেন। সেখানেই ঘটেছিল সেই কালো হরিণ শিকারের অভিযোগ। মামলা আদালতে পৌঁছায়। বহুদিন পর তা কোর্টে উঠলে সলমনের (Salman Khan) জেলের নির্দেশ হয়। যদিও ভাইজান হাইকোর্টে গিয়ে জামিন পান।

 

কিন্তু যারা একটু রাজনীতির খবর রাখেন, তাঁরা তো বটেই, এমনকী রাজঘরানা নিয়ে যাদের আগ্রহ রয়েছে, তারা শোনালেন অন্য গল্প। এ গল্পের সত্যাসত্য জানা নেই। কিন্তু বলছেন এলাকারই মানুষজন।

কী সেই ঘটনা? যোধপুরের রাজা গজ সিং। যিনি এখনও জীবিত। বয়স বছর ৭৫। তাঁর এক ছেলে এক মেয়ে। ছেলে শিবরাজ আর মেয়ে শিবরঞ্জনী। মেয়েকে ঘিরেই এই কাণ্ড। শিবরঞ্জনী বিদেশে শিক্ষিত। ব্যবসা করেন জমিয়ে। নিজের পোলো টিম আছে। তাঁর বিয়ে নিয়ে নানা কথা শোনা যায়। বারবার বিয়ে ভাঙার গল্পও আছে। হাম সাথ সাথ ছবির শুটিংয়ের সময় উমেদ ভবনেই সলমন খানের সঙ্গে আলাপ। ক’দিনেই নাকি মন দেওয়া-নেওয়া। সম্পর্কের খবর কানে যেতেই ক্ষুব্ধ গজ সিং শিবরঞ্জনীকে সাবধান করেন।

যোধপুর উমেদভবন

রাজা গজ সিং

শিবরঞ্জনী

কিন্তু অমোঘ টানে লাগাম দিতে না পারায় শেষে নাকি এলাকার বিষ্ণোই আদিবাসীদের কাজে লাগিয়ে শিকারের প্লট সাজিয়ে সলমনকে ফাঁসিয়ে ছিলেন রাজা। সঙ্গে সইফ, তাব্বু আর সোনালীকে জড়ান মামলা সাজাতে। তারপরের ঘটনা সকলের জানা। কিন্তু এই গল্প কতখানি সত্য তা বলা মুশকিল, কিন্তু এলাকার বহু মানুষ মোটেই সলমন খানকে দোষী মানতে চান না। তাঁরা বলছেন, রাজা কি খেল!

যোধপুরে না এলে এমন বিস্ময়কর ঘটনা অজানাই থেকে যেত!

 

 

 

 

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version