ফের ট্রেন দুর্ঘটনা। এবার অন্ধ্রপ্রদেশে। প্যাসেঞ্জার ট্রেনের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে একচি এক্সপ্রেস ট্রেনের। তাতে এখনও পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে বলে খবর। হতাহত আরও বাড়তে পারে বলে আশঙ্কা। চলছে উদ্ধারকার্য।

রেল সূত্রে খবর, প্যাসেঞ্জার ট্রেনটি বিশাখাপত্তনম থেকে রায়গড় যাচ্ছিল। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। তখন তাতে এসে ধাক্কা দেয় পালাসা এক্সপ্রেস। বিশাখাপত্তনম থেকে পালাসা যাচ্ছিল ট্রেনটি। ধাক্কার ফলে প্যাসেঞ্জার ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। তীব্র শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় মানুষজন। তাঁরাই উদ্ধারকার্যে হাত লাগান বলে জানা যাচ্ছে। ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।
আরও পড়ুন- ভারতীয় বোলারদের দাপট, ইংল্যান্ডকে ১০০ রানে হারাল টিম ইন্ডিয়া
