Saturday, May 3, 2025

বাদুড়িয়ার পর আমডাঙ্গা! উত্তর চব্বিশ পরগণায় ফের বাকিবুরের বিশাল সম্পত্তির হদিশ পেল ইডি

Date:

বাদুড়িয়ার (Baduria) পর এবার আমডাঙ্গা (Amdanga)। রেশন বণ্টন মামলায় গ্রেফতার হওয়া ব্যবসায়ী বাকিবুর রহমানের (Bakibur Rahman) সম্পত্তির পরিমাণ দেখে চোখ কপালে উঠছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। তবে শুধু বাংলাই নয়, রাজ্যের পাশাপাশি দেশ-বিদেশে ছড়িয়ে থাকা বাকিবুরের নানা সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। এবার উত্তর ২৪ পরগনার আমডাঙ্গায় বাকিবুরের বিপুল পরিমাণ জমির মালিকানা নিয়ে তৈরি হয়েছে রহস্য। স্থানীয়দের দাবি, এই জমি বাকিবুর রহমানের। ঘটনায় গোটা জেলা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে বাকিবুরের সাম্রাজ্য। বিঘার পর বিঘা জমির হদিশ মিলেছে। সব জমির সঙ্গে বাকিবুরের যোগ রয়েছে বলে দাবি এলাকাবাসীদের।

বাদুড়িয়ার পর ফের আমডাঙ্গা ব্লকে নতুন করে জমির হদিশ বাকিবুরের! আমডাঙার আধাটা পঞ্চায়েতের দাদপুর এলাকায় গৌড়বঙ্গ রোডের ধারে আবারও নতুন করে পাঁচিল দেওয়া ২৬০ কাঠা জমির হদিশ মিলেছে। এই জমি বাকিবুর রহমানের বলে দাবি স্থানীয়দের। এলাকাবাসীর অভিযোগ, ফুড কর্পোরেশনের গোডাউনের নাম করে কম দামে এই বিপুল পরিমাণ জমি কিনেছিলেন বাকিবুর। পাশাপাশি আমডাঙতে আরও এক জায়গায় পাঁচ বিঘা ও এক জায়গায় আট বিঘা পাঁচিল দেওয়া দুটি জমির হদিশ পাওয়া গিয়েছে। তবে জমিগুলিতে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না নিরাপত্তারক্ষীরা।

উল্লেখ্য, রেশন বণ্টন মামলায় দিনকয়েক আগেই গ্রেফতার করা হয়েছে বাকিবুর রহমানকে। তার কৈখালির আবাসনে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর আটক করে ইডি দফতরে নিয়ে আসা হয় ব্যবসায়ীকে। সেখানেই ওই চালকল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। বর্তমানে ইডি হেফাজতেই রয়েছেন বাকিবুর। আর তাকে জেরা করেই একের পর এক সম্পত্তির হদিশ পাচ্ছেন তদন্তকারীরা।

 

 

 

 

Related articles

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...
Exit mobile version