Thursday, August 21, 2025

বাদুড়িয়ার পর আমডাঙ্গা! উত্তর চব্বিশ পরগণায় ফের বাকিবুরের বিশাল সম্পত্তির হদিশ পেল ইডি

Date:

বাদুড়িয়ার (Baduria) পর এবার আমডাঙ্গা (Amdanga)। রেশন বণ্টন মামলায় গ্রেফতার হওয়া ব্যবসায়ী বাকিবুর রহমানের (Bakibur Rahman) সম্পত্তির পরিমাণ দেখে চোখ কপালে উঠছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। তবে শুধু বাংলাই নয়, রাজ্যের পাশাপাশি দেশ-বিদেশে ছড়িয়ে থাকা বাকিবুরের নানা সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। এবার উত্তর ২৪ পরগনার আমডাঙ্গায় বাকিবুরের বিপুল পরিমাণ জমির মালিকানা নিয়ে তৈরি হয়েছে রহস্য। স্থানীয়দের দাবি, এই জমি বাকিবুর রহমানের। ঘটনায় গোটা জেলা জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। উত্তর ২৪ পরগনা জেলা জুড়ে বাকিবুরের সাম্রাজ্য। বিঘার পর বিঘা জমির হদিশ মিলেছে। সব জমির সঙ্গে বাকিবুরের যোগ রয়েছে বলে দাবি এলাকাবাসীদের।

বাদুড়িয়ার পর ফের আমডাঙ্গা ব্লকে নতুন করে জমির হদিশ বাকিবুরের! আমডাঙার আধাটা পঞ্চায়েতের দাদপুর এলাকায় গৌড়বঙ্গ রোডের ধারে আবারও নতুন করে পাঁচিল দেওয়া ২৬০ কাঠা জমির হদিশ মিলেছে। এই জমি বাকিবুর রহমানের বলে দাবি স্থানীয়দের। এলাকাবাসীর অভিযোগ, ফুড কর্পোরেশনের গোডাউনের নাম করে কম দামে এই বিপুল পরিমাণ জমি কিনেছিলেন বাকিবুর। পাশাপাশি আমডাঙতে আরও এক জায়গায় পাঁচ বিঘা ও এক জায়গায় আট বিঘা পাঁচিল দেওয়া দুটি জমির হদিশ পাওয়া গিয়েছে। তবে জমিগুলিতে কাউকে প্রবেশ করতে দিচ্ছেন না নিরাপত্তারক্ষীরা।

উল্লেখ্য, রেশন বণ্টন মামলায় দিনকয়েক আগেই গ্রেফতার করা হয়েছে বাকিবুর রহমানকে। তার কৈখালির আবাসনে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর আটক করে ইডি দফতরে নিয়ে আসা হয় ব্যবসায়ীকে। সেখানেই ওই চালকল ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। বর্তমানে ইডি হেফাজতেই রয়েছেন বাকিবুর। আর তাকে জেরা করেই একের পর এক সম্পত্তির হদিশ পাচ্ছেন তদন্তকারীরা।

 

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version