Thursday, November 13, 2025

“রাজনৈতিক গিরগিটি”! X হ্যান্ডেলে দীর্ঘ কবিতা লিখে শুভেন্দুকে তীব্র খোঁ.চা কুণালের

Date:

কীভাবে আগামী দিনে মানুষ মনে রাখবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Shubhandu Adhikari)? নিজের X হ্যান্ডেলে দীর্ঘ কবিতা লিখে দলবদলু নেতাকে তীব্র খোঁচা তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার, সকালে শুভেন্দুকে বাংলা প্রবাদ “চোর মায়ের বড়ো গলা”-এর পোস্টার চাইল্ড বলে কটাক্ষ করেন কুণাল। তাঁকে রাজনৈতিক গিরগিটি বলে তীব্র আক্রমণ করেন তিনি।

বিভিন্ন সময়ে রাজ্যের শাসকদলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন রাজ্যের বিরোধী দলনেতা। অথচ সারদা থেকে নারদ- সব মামলাতেই নাম জড়িয়েছে শুভেন্দুর। তবে, ‘বিজেপি-ওয়াশিং মেশিনে’ গিয়ে তিনি ‘সাদা’ হয়ে গিয়েছেন- অভিযোগ তৃণমূলের। এই পরিস্থিতিতে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় তাঁকে “চোর মায়ের বড়ো গলা”-র প্রকৃষ্ট উদাহরণ বলে আক্রমণ করেন তৃণমূল মুখপাত্র। তিনি লেখেন,
“রাজনীতির সাম্রাজ্যে আনুগত্যই যেখানে ধর্ম,
সেখানে শুভেন্দু অধিকারী অদ্ভূত।
বিশ্বাসঘাতকের ছলনা ক্যামেরায় ধরা পড়ল,
নারদ স্টিং অপারেশনে তাঁর মুখ পুড়ল।“

শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ করেন সারদা-কর্তা সুদীপ্ত সেনও। সেই কথাও কবিতায় লেখেন কুণাল (Kunal Ghosh)। নৈতিকতাকে বিসর্জন দিয়ে দলবদলু নেতা নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছেন বলে অভিযোগ তৃণমূল মুখপাত্র। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচতে বিজেপির পায়ে ধরেছে সে- অভিযোগ কবিতায়।

কুণাল তাঁর পোস্টে লেখেন, বিজেপির নেতাদের তুষ্ট করতে বাংলার মানুষকে বঞ্চিত করছে বিরোধী দলনেতা। এরপরেই কুণালের মোক্ষম খোঁচা-
“তাই, দেয়ালে টাঙানো আয়নাকে এখন আমরা প্রশ্ন করি,
সবচেয়ে বড় বিশ্বাসঘাতক কে? উত্তর, দেশ জানে।
শুভেন্দু অধিকারী, এমন একটি নাম ইতিহাস বহন করবে,
এক বিরল রাজনৈতিক গিরগিটি”

Related articles

কমিশনের হিসাবে ফর্ম পৌঁছে বিলিতে ১ নম্বর, তবু বাংলায় প্রশিক্ষণই অসম্পূর্ণ BLO-দের!

৪ নভেম্বর থেকে দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিমারেশনের কাজ শুরু করেছিল নির্বাচন কমিশন। ১১ নভেম্বরের মধ্যে...

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের বারাবাঁকি, মৃত্যু শ্রমিকদের, আহত বহু

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বারাবাঁকি জেলা। বৃহস্পতিবার বিকেলে আচমকা বিস্ফোরণ (Blast) হয় বাজি...

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...
Exit mobile version