Monday, May 5, 2025

রাজনৈতিক দলের আয়ের উৎস সাধারণের জানার অধিকার নেই: শীর্ষ আদালতকে বলল কেন্দ্র

Date:

রাজনৈতিক দলগুলির আয়ের উৎস কী তা জানার অধিকার নেই সাধারণ মানুষের। সোমবার শীর্ষ আদালতে এমনই আজব দাবি করল কেন্দ্রের মোদি সরকার। এদিন সুপ্রিম কোর্টে ‘নির্বাচনী বন্ড’ (Electoral Bond) সংক্রান্ত মামলায় অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি জানান, সংবিধান সবকিছু জানার অধিকার দেয় না জনতাকে। বিশেষ ক্ষেত্রে যুক্তিসঙ্গত গোপনীয়তার প্রসঙ্গ তোলেন তিনি। যার জেরেই তথ্যের অধিকার আইন সব জায়গায় খাটে না বলে দাবি করেন অ্যাটর্নি জেনারেল।

এদিন অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, যে নির্বাচনী বন্ড স্কিম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, সেটি অনুদানদাতাকে গোপনীয়তার সুরক্ষা দেয়। স্বচ্ছতার সঙ্গে অর্থ প্রদানের ব্যবস্থা করে। পাশাপাশি করদানের যাবতীয় বাধ্যবাধকতা মেনে চলে। এই পদ্ধতি কোনওরকম আইনি অধিকারকে লঙ্ঘন করে না বলেই জানান ভেঙ্কটরামানির। সে প্রসঙ্গেই তিনি বলেন, সংবিধান সবকিছু জানার অধিকার দেয় না জনতাকে।

প্রসঙ্গত, ২০২১ সালে পশ্চিমবঙ্গ ও অসম বিধানসভা ভোটের আগে নির্বাচনী বন্ডের বিরোধিতায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে। মামলাকারীরা অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলির অবৈধ এবং বিদেশ থেকে এই বন্ডের মাধ্যমে টাকা পেতে পারে। এর ফল গণতন্ত্র ধ্বংস হবে। যদিও কোনও রাজনৈতিক দলই এই দাবি মানতে চায়নি। শীর্ষ আদালতে এই মামলা উঠেছে বৃহত্তর বেঞ্চে। ৩১ অক্টোবর অথবা ১ নভেম্বর এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। তার আগেই শীর্ষ আদালতে মামলার প্রেক্ষিতে কেন্দ্রের মত জানিয়ে দিলেন অ্যাটর্নি জেনারেল।

Related articles

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে...

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version