Thursday, August 28, 2025

রাজনৈতিক দলের আয়ের উৎস সাধারণের জানার অধিকার নেই: শীর্ষ আদালতকে বলল কেন্দ্র

Date:

রাজনৈতিক দলগুলির আয়ের উৎস কী তা জানার অধিকার নেই সাধারণ মানুষের। সোমবার শীর্ষ আদালতে এমনই আজব দাবি করল কেন্দ্রের মোদি সরকার। এদিন সুপ্রিম কোর্টে ‘নির্বাচনী বন্ড’ (Electoral Bond) সংক্রান্ত মামলায় অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি জানান, সংবিধান সবকিছু জানার অধিকার দেয় না জনতাকে। বিশেষ ক্ষেত্রে যুক্তিসঙ্গত গোপনীয়তার প্রসঙ্গ তোলেন তিনি। যার জেরেই তথ্যের অধিকার আইন সব জায়গায় খাটে না বলে দাবি করেন অ্যাটর্নি জেনারেল।

এদিন অ্যাটর্নি জেনারেল উল্লেখ করেন, যে নির্বাচনী বন্ড স্কিম নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, সেটি অনুদানদাতাকে গোপনীয়তার সুরক্ষা দেয়। স্বচ্ছতার সঙ্গে অর্থ প্রদানের ব্যবস্থা করে। পাশাপাশি করদানের যাবতীয় বাধ্যবাধকতা মেনে চলে। এই পদ্ধতি কোনওরকম আইনি অধিকারকে লঙ্ঘন করে না বলেই জানান ভেঙ্কটরামানির। সে প্রসঙ্গেই তিনি বলেন, সংবিধান সবকিছু জানার অধিকার দেয় না জনতাকে।

প্রসঙ্গত, ২০২১ সালে পশ্চিমবঙ্গ ও অসম বিধানসভা ভোটের আগে নির্বাচনী বন্ডের বিরোধিতায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল শীর্ষ আদালতে। মামলাকারীরা অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলির অবৈধ এবং বিদেশ থেকে এই বন্ডের মাধ্যমে টাকা পেতে পারে। এর ফল গণতন্ত্র ধ্বংস হবে। যদিও কোনও রাজনৈতিক দলই এই দাবি মানতে চায়নি। শীর্ষ আদালতে এই মামলা উঠেছে বৃহত্তর বেঞ্চে। ৩১ অক্টোবর অথবা ১ নভেম্বর এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। তার আগেই শীর্ষ আদালতে মামলার প্রেক্ষিতে কেন্দ্রের মত জানিয়ে দিলেন অ্যাটর্নি জেনারেল।

Related articles

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...

অতীত ব্যর্থতা ভুলে ডায়মন্ডের জার্সিতে সামনে তাকাতে চান ব্রাইট

ডুরান্ড কাপ(Durand Cup) ফাইনালে হারলেও ময়দানের চতুর্থ শক্তি হিসেবে উদয় হয়েছে ডায়মন্ড হারবার এফসি। আগামী আই লিগ চ্যাম্পিয়ন...
Exit mobile version