Monday, August 25, 2025

নিজেকে অ.পরাধী মনে হয় না, ত.দন্তের মুখোমুখি হতে তৈরি: জ্যোতিপ্রিয়-কন্যা প্রিয়দর্শিনী

Date:

ইডি দফতরে রবিবার নথি জমা দিতে গিয়েছিলেন তিনি। বেরনোর সময় তাঁকে প্রশ্ন করে দুর্ব্যবহারের শিকার হতে হয়েছিল সাংবাদিকদের। সেই জ্যোতিপ্রিয়-কন্যা প্রিয়দর্শিনী মল্লিক অবশেষে সোমবার মুখ খুললেন সংবাদমাধ্যমের সামনে। এদিন উচ্চশিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক দাবি করলেন, তদন্ত করলে সব প্রকাশ্যে আসবে।তিনি বলেন, সবটাই এখনও তদন্ত সাপেক্ষ। এখনও কিছু বলার সময় আসেনি। ইডি আগে গ্রেফতার করে তারপর হয় তদন্ত। ফলে এখন কিছু বলতে পারব না।

ইডি ডাকলে হাজিরা দেবেন তিনি? প্রিয়দর্শিনী বলেন, আমাকে ডাকা হলে ব্যখ্যা দেব। তদন্তে সহযোগিতা অবশ্যই করব। মেডিক্যাল ডকুমেন্ট দিতে গিয়েছিলাম। এখনও জেরা করতে ডাকেনি।এরপরই এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখনও পর্যন্ত নিজেকে অপরাধী মনে হয় না। আমার কাছে আমার যুক্তি আছে। আমি তদন্তের মুখোমুখি হতে তৈরি। কোনও অসুবিধা নেই। শান্তিনিকেতনে বাড়ি রয়েছে বলে স্বীকার করে তিনি বলেন, বাড়ি তো আছে সেটা তো অস্বীকার করছি না।তবে আমার নামে বাড়ি না, পরিবারের কারও নামে। বাকিটা সময়ের সঙ্গে প্রমাণ হবে।

তিনি আরও জানিয়েছেন, সোমবার অফিসে আসার আগেও হাসপাতালে বাবার সঙ্গে দেখা করেছেন তিনি। জ্যোতিপ্রিয়বাবুর অবস্থা শনিবারের থেকে অনেকটা ভালো বলে জানান। তবে জ্যোতিপ্রিয়বাবুর গ্রেফতারির পিছনে শুভেন্দু অধিকারীর চক্রান্ত রয়েছে কি না এব্যাপারে মুখ খুলতে চাননি তিনি। তিনি বলেন, ‘আমি রাজনীতির লোক না।কখনও সক্রিয় রাজনীতি করিনি। ফলে এব্যাপারে কিছু বলতে পারব না। সময়ের সঙ্গে সব বোঝা যাবে। তদন্ত হলে সব সামনে আসবে।

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version