Wednesday, August 20, 2025

মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, আলিপুর জেল মিউজিয়ামে সংরক্ষণ করা হবে চালতাবাগান সর্বজনীনের দুর্গা মূর্তি

Date:

অর্জুনপুর আমরা সবাই এবং টালা প্রত্যয় আগেই সংরক্ষিত হবে বলা হয়েছিল। জানা গিয়েছে, চালতাবাগান সর্বজনীনের প্রতিমা সংরক্ষণ করা হবে। চালতাবাগান সর্বজনীনের চোখ ধাঁধানো প্রতিমা রাখা থাকবে আলিপুর জেল মিউজিয়ামে। সাধারণ মানুষের জন্য দেখার ব্যবস্থা করা থাকবে। পুজোর ৭৯ বছরে যন্ত্র শিল্পীদের কুর্নিশ জানিয়েছিল চালতাবাগান। প্রতিমা বানিয়েছিলেন শিল্পী সুবল পাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চালতাবাগানের প্রতিমা ২৭ অক্টোবর রেড রোডের কার্নিভালে হাজির করা হয়। সেই প্রতিমা খুব পছন্দ হয় মুখ্যমন্ত্রীর। নটরাজের আদলে পিতল রঙের প্রতিমাকে দেখে তিনি প্রতিমাটি সংরক্ষণের নির্দেশ দেন। এই নিয়ে চালতাবাগান সর্বজনীনের সম্পাদক মৌসম মুখোপাধ্যায় জানিয়েছেন, কার্নিভালের সময় মুখ্যমন্ত্রীর পছন্দ হয় মূর্তি। তিনি পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে দিয়ে খবর পাঠান সংগঠনের কাছে। তিনি বলেন, মুখ্যমন্ত্রী চাইছেন প্রতিমা সংরক্ষণ করা হোক।

প্রতিমা বিসর্জনের সব প্রস্তুতি করা হয়ে গিয়েছে। তার মাঝে মুখমন্ত্রীর এই সিদ্ধান্ত। ক্লাব কর্তারা বৈঠকে বসে সিদ্ধান্ত নেওয়া হয় প্রতিমা বিসর্জন হবে না। মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে মান্যতা দিয়ে আলিপুর জেল মিউজিয়ামে মূর্তি রাখা হবে বলেই জানানো হয়েছে। ক্লাব কর্তারা জানিয়েছেন, ক্লাবের তরফ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানানো হয়েছে। হিডকো পরিচালিত আলিপুর জেল মিউজিয়ামে তিনটি প্রতিমা রাখা হবে।

আরও পড়ুন- সচিত্র ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হবে রাজ্যে, মঙ্গলে সর্বদল

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version