Monday, November 3, 2025

হার্দিকের চোট নিয়ে এল বড় আপডেট, সেমিফাইনালে কি পাওয়া যাবে দলের সহ-অধিনায়ককে?

Date:

সবকিছু ঠিক থাকলে সেমিফাইনালে ভারতীয় দলে ফিরতে পারেন হার্দিক পান্ডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে চোট পেয়ে শেষ দু’ম‍্যাচে খেলতে পারেননি ভারতীয় দলের সহ-অধিনায়ক। সূত্রের খবর, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও খেলবে না তিনি। তবে গ্রুপের শেষ ম‍্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতীয় দলে যোগ দিতে পারেন বলে জানা যাচ্ছে। এই নিয়ে সর্বভারতীয় সংবাদমাধ্যমে বোর্ডের এক আধিকারিক জানান, সেমিফাইনালের আগে হার্দিক সুস্থ হয়ে যাবে।

এই নিয়ে ওই বোর্ড আধিকারিক বলেন,” বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে হার্দিক নেটে অনুশীলন শুরু করেছে। চিকিৎসকেরা ওর উপর নজর রেখেছেন। হার্দিক এখন অনেকটাই সুস্থ। কিন্তু ওকে নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চাইছে না বোর্ড। একেবারে সুস্থ হওয়ার পরেই হার্দিককে খেলানো হবে। সেমিফাইনালের আগে হার্দিক সুস্থ হয়ে যাবে। এই সময় ওকে দলের সঙ্গে রাখা মানে দলেরও সমস্যা। তাই হার্দিক জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই থাকবে। তবে বেঙ্গালুরুতে ম্যাচের দিন ভারতের সাজঘরে ওকে দেখা যেতে পারে। সেটাই ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ। তাই সেই ম্যাচেই দলে যোগ দিতে পারে হার্দিক।”

হার্দিক গোড়ালিতে গ্রেড ১ লিগামেন্ট টিয়ার হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে বল করার পর লিটন দাসের স্ট্রেট ড্রাইভ পা দিয়ে ঠেকাতে যান হার্দিক। সেই সময়ই পায়ের চোট লাগে। মাঠের মধ্যেই বেশ কিছুটা সময় চিকিৎসা চলে তাঁর। মাঠের বাইরে নিয়ে যেতে হয়। অষ্টম ওভারের তৃতীয় বল করার সময় চোট পান। যদিও এরপর শেষ তিন বল করতে গিয়েও সমস্যায় পড়েন হার্দিক। শেষ তিন বল করতে হয় বিরাট কোহলিকে।

আরও পড়ুন:ইংল‍্যান্ডের বিরুদ্ধে দরন্ত জয় পেয়ে বোলারদের প্রশংসায় ভাসলেন রোহিত

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version