Thursday, December 18, 2025

“রাজনৈতিক গিরগিটি”! X হ্যান্ডেলে দীর্ঘ কবিতা লিখে শুভেন্দুকে তীব্র খোঁ.চা কুণালের

Date:

Share post:

কীভাবে আগামী দিনে মানুষ মনে রাখবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Shubhandu Adhikari)? নিজের X হ্যান্ডেলে দীর্ঘ কবিতা লিখে দলবদলু নেতাকে তীব্র খোঁচা তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সোমবার, সকালে শুভেন্দুকে বাংলা প্রবাদ “চোর মায়ের বড়ো গলা”-এর পোস্টার চাইল্ড বলে কটাক্ষ করেন কুণাল। তাঁকে রাজনৈতিক গিরগিটি বলে তীব্র আক্রমণ করেন তিনি।

বিভিন্ন সময়ে রাজ্যের শাসকদলের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন রাজ্যের বিরোধী দলনেতা। অথচ সারদা থেকে নারদ- সব মামলাতেই নাম জড়িয়েছে শুভেন্দুর। তবে, ‘বিজেপি-ওয়াশিং মেশিনে’ গিয়ে তিনি ‘সাদা’ হয়ে গিয়েছেন- অভিযোগ তৃণমূলের। এই পরিস্থিতিতে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলায় তাঁকে “চোর মায়ের বড়ো গলা”-র প্রকৃষ্ট উদাহরণ বলে আক্রমণ করেন তৃণমূল মুখপাত্র। তিনি লেখেন,
“রাজনীতির সাম্রাজ্যে আনুগত্যই যেখানে ধর্ম,
সেখানে শুভেন্দু অধিকারী অদ্ভূত।
বিশ্বাসঘাতকের ছলনা ক্যামেরায় ধরা পড়ল,
নারদ স্টিং অপারেশনে তাঁর মুখ পুড়ল।“

শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ করেন সারদা-কর্তা সুদীপ্ত সেনও। সেই কথাও কবিতায় লেখেন কুণাল (Kunal Ghosh)। নৈতিকতাকে বিসর্জন দিয়ে দলবদলু নেতা নিয়োগ দুর্নীতিতে জড়িয়েছেন বলে অভিযোগ তৃণমূল মুখপাত্র। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাত থেকে বাঁচতে বিজেপির পায়ে ধরেছে সে- অভিযোগ কবিতায়।

কুণাল তাঁর পোস্টে লেখেন, বিজেপির নেতাদের তুষ্ট করতে বাংলার মানুষকে বঞ্চিত করছে বিরোধী দলনেতা। এরপরেই কুণালের মোক্ষম খোঁচা-
“তাই, দেয়ালে টাঙানো আয়নাকে এখন আমরা প্রশ্ন করি,
সবচেয়ে বড় বিশ্বাসঘাতক কে? উত্তর, দেশ জানে।
শুভেন্দু অধিকারী, এমন একটি নাম ইতিহাস বহন করবে,
এক বিরল রাজনৈতিক গিরগিটি”

spot_img

Related articles

বাজেয়াপ্ত যুবভারতীর সিসিটিভি ফুটেজ, নজরে শতদ্রু ঘনিষ্ঠরা

যুবভারতীতে মেসি(Messi) ইভেন্ট চরম বিশৃঙ্খলায় তদন্ত শুরু করেছে রাজ্য সরকার গঠিত সিট(SIT)। যুবভারতীর (Yubha bharati) যাবতীয় সিসিটিভি ফুটেজ...

সিইও দফতরের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী, শুক্রবার থেকেই মোতায়েন

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী (central security force) মোতায়েন করা হচ্ছে। নির্বাচন কমিশনের তরফে...

২৯ ডিসেম্বরেই দুর্গাঙ্গনের শিলান্যাস, ঘোষণা মুখ্যমন্ত্রীর

২৯ ডিসেম্বর শিলান্যাস হবে দুর্গাঙ্গনের (Durgangan)। বৃহস্পতিবার ধনধান্য প্রেক্ষাগৃহে শিল্প কনক্লেভে মঞ্চ থেকেই শিলান্যাস অনুষ্ঠানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী...

মেদিনীপুর-বর্ধমান ম্যাচ ড্র, জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য হাওড়া-হুগলির

বেঙ্গল সুপার লিগের(Bengal Super League) ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হয়েছিল এফসি মেদিনীপুর এবং বর্ধমান ব্লাস্টার্স। দুই দলই জয়েই ফিরতে...