Monday, August 25, 2025

পাট শিল্পকে লাটে তুলে প্লাস্টিক ‘লবি’ চালানোর মরিয়া চেষ্টা! মোদি সরকারের সমালোচনায় তৃণমূল

Date:

ফের কেন্দ্রের মোদি সরকারের (Modi Govt) বিরুদ্ধে গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদ সুখেন্দু শেখর রায় (Sukhendu Sekhar Roy)। সোমবার নিজের এক্স হ্যান্ডেলে পাট শিল্পকে (Jute Industry) নিয়ে মোদি সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন তিনি। তিনি এদিন অভিযোগ করেন, দেশের পাট শিল্পকে লাটে তুলে প্লাস্টিক লবি চালানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র। তিনি বলেন, পাটের ক্ষেত্রে নুন্যতম সহায়ক মূল্য ঘোষণা সত্ত্বেও বাংলাদেশ (Bangladesh) ও নেপাল (Nepal) থেকে অবৈধভাবে পাট সরবরাহ হচ্ছে। যে কারণে দিনে দিনে ধ্বংসের মুখে ভারতের ঐতিহ্যশালী এই শিল্প। তবে পাট শিল্পের এমন দুরবস্থার জন্য বিএসএফ (BSF) ও কাস্টমস আধিকারিকদের একহাত নেন তৃণমূল সাংসদ। তিনি এদিন সরাসরি প্রশ্ন তোলেন কীভাবে সীমান্ত পেরিয়ে পাট সরবরাহ হচ্ছে? বিএসএফ কোথায়? কোথায় ডিরেক্টর অব রেভিনিউ ইন্টেলিজেন্সের (DRI) আধিকারিকরা?

তবে এর আগে নিজেই প্লাস্টিক পণ্য বর্জনের ডাক দিলেও সেকথা বাস্তবায়িত করতে পারেননি নরেন্দ্র মোদি। ২০১৪ সালে মোদি দিল্লির মসনদে বসার পরে ঠিক এভাবেই ‘স্বচ্ছ ভারত’ প্রকল্পের সূচনা করেন তিনি। তবে সেকথা মুখেই রয়ে গিয়েছে। বাস্তবে তার কোনও প্রতিফলনই চোখে পড়েনি দেশবাসীর। পরিবেশের ক্ষেত্রে প্লাস্টিক যে সারা পৃথিবীতেই জ্বলন্ত সমস্যা, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। কিন্তু কম খরচে তার বিকল্প কী হবে বিশেষত সিঙ্গল ইউজের ক্ষেত্রে তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তেই পৌঁছতে পারেননি মোদি সরকার। কিন্তু বিকল্প হিসেবে চটের ব্যাগ গুরুত্ব পেলে, পশ্চিমবঙ্গের পাট শিল্প যে লাভবান হবে সেকথা আর বলার অপেক্ষা রাখে না। তবে কেন্দ্রের এই পদক্ষেপ যে দেশের পাট চাষি এবং চট শিল্পকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে সেকথাই এদিন কেন্দ্রকে মনে করিয়ে দিলেন তৃণমূল সাংসদ।

 

 

 

 

 

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version