Sunday, May 4, 2025

‘সর্বোচ্চ গুরুত্ব’ মৃত্যুদণ্ডে দণ্ডিত প্রাক্তন নৌসেনা আধিকারিকদের, আশ্বাস জয়শঙ্করের

Date:

গুপ্তচরবৃত্তির অভিযোগে কাতারে(Qatar) মৃত্যুদণ্ডে(Death penalty) দণ্ডিত হয়েছেন প্রাক্তন ৮ ভারতীয় নৌসেনা আধিকারিক(Ex Navy Officer)। এই ঘটনায় সাজাপ্রাপ্তদের পাশে দাঁড়িয়েছে ভারত সরকার। শুরু হয়েছে তাঁদের মুক্তির সমস্তরকম প্রচেষ্টা। এহেন অবস্থার মাঝেই এবার প্রাক্তন ওই সেনাদের পরিবারের পাশে দাঁড়ালো নয়াদিল্লি। প্রাক্তন সেনাদের পরিবারের সঙ্গে দেখা করলেন খোদ বিদেশমন্ত্রী এস জয়শংকর(S Jaishankar)। তাঁদের জানালেন, এই বিষয়টি কেন্দ্রের কাছে এই মুহূর্তে সর্বাধিক গুরুত্বপূর্ণ। পাশে রয়েছে কেন্দ্র। সাজাপ্রাপ্তদের নিরাপত্তার সবরকম ব্যবস্থা করা হচ্ছে।

সোমবার সাজাপ্রাপ্ত প্রাক্তন নৌসেনা আধিকারিকদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁদের আশ্বাস দেশ ভারত সরকার পাশে রয়েছে প্রাক্তন ওই সেনা আধিকারিকদের। পাশাপাশি এক বিবৃতিতে তিনি জানান, “সরকার এই বিষয়টিতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। পরিবারের সদস্যদের মানসিক অবস্থার কথা বুঝতে পারছি আমরা। তবে সরকার তাঁদের মুক্তির জন্য সবরকম ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে যথাযথ সময়ে পরিবারকে খবরাখবর জানানো হবে।”

জানা যাচ্ছে, ওই ৮ জন এক বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ওই সংস্থা কাতার সেনাকে প্রশিক্ষণ দিত। এঁদের মধ্যে কয়েকজন অত্যন্ত গোপনীয় কিছু ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। আর সেই সুযোগে চরবৃত্তি করতেন বলে অভিযোগ। সেই অভিযোগে গত ১ বছর ধরে কাতারের জেলে বন্দি এই ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা। আগেও একাধিক বার তাঁদের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে আদালতে। শেষমেশ বৃহস্পতিবার মামলার রায়ে তাঁদের মৃত্যুদণ্ড ঘোষণা করে আদালত। এই খবর প্রকাশ্যে আসার পর রীতিমতো স্তম্ভিত হয়ে যায় ভারত সরকার। তখনই জানানো হয়, ওই প্রাক্তন সেনাকর্মীদের সুরক্ষায় সবরকম ব্যবস্থা নেবে কেন্দ্র।

Related articles

অবতরনের আগেই হামলা ইজরায়েলের বিমান বন্দরে! ঘোরানো হল এয়ার ইন্ডিয়ার মুখ

ইজরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে রবিবার হাউথি বিদ্রোহীদের মিসাইল হামলার জেরে বড়সড় বিপত্তির মুখে পড়ল এয়ার ইন্ডিয়ার একটি...

অন্যায়ভাবে বরখাস্ত! প্রধানমন্ত্রীর কাছে আবেদন CRPF মুনিরের

সিআরপিএফ জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে যে তথ্য সিআরপিএফ কর্তৃপক্ষ দিয়েছেন, তা সবই মিথ্যা। এমনই চাঞ্চল্যকর দাবি সামনে...

শেষ বলে রুদ্ধশ্বাস জয় নাইটদের, লিগ টেবিলে উঠে এল ছয় নম্বরে

রুদ্ধ্বশ্বাস ম্যাচ। বড় রান করেও সহজ জয় পেল না কলকাতা নাইট রাইডার্স(KKR)। খেলা গড়াল শেষ ওভার পর্যন্ত। সেখানেই...

হাতে তৈরি পেনের সম্ভার! শতাব্দী প্রাচীন ইতিহাস মনে করালো পেন উৎসব ২০২৫

বাঁশ বা খাগের শলাকা কেটে পেন বানিয়ে কালিতে ডুবিয়ে লেখার ইতিহাস তৈরি করেছিলেন প্রাচীন মিশরের (Egypt) মানুষ। আজ...
Exit mobile version