Saturday, August 23, 2025

‘সর্বোচ্চ গুরুত্ব’ মৃত্যুদণ্ডে দণ্ডিত প্রাক্তন নৌসেনা আধিকারিকদের, আশ্বাস জয়শঙ্করের

Date:

গুপ্তচরবৃত্তির অভিযোগে কাতারে(Qatar) মৃত্যুদণ্ডে(Death penalty) দণ্ডিত হয়েছেন প্রাক্তন ৮ ভারতীয় নৌসেনা আধিকারিক(Ex Navy Officer)। এই ঘটনায় সাজাপ্রাপ্তদের পাশে দাঁড়িয়েছে ভারত সরকার। শুরু হয়েছে তাঁদের মুক্তির সমস্তরকম প্রচেষ্টা। এহেন অবস্থার মাঝেই এবার প্রাক্তন ওই সেনাদের পরিবারের পাশে দাঁড়ালো নয়াদিল্লি। প্রাক্তন সেনাদের পরিবারের সঙ্গে দেখা করলেন খোদ বিদেশমন্ত্রী এস জয়শংকর(S Jaishankar)। তাঁদের জানালেন, এই বিষয়টি কেন্দ্রের কাছে এই মুহূর্তে সর্বাধিক গুরুত্বপূর্ণ। পাশে রয়েছে কেন্দ্র। সাজাপ্রাপ্তদের নিরাপত্তার সবরকম ব্যবস্থা করা হচ্ছে।

সোমবার সাজাপ্রাপ্ত প্রাক্তন নৌসেনা আধিকারিকদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁদের আশ্বাস দেশ ভারত সরকার পাশে রয়েছে প্রাক্তন ওই সেনা আধিকারিকদের। পাশাপাশি এক বিবৃতিতে তিনি জানান, “সরকার এই বিষয়টিতে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। পরিবারের সদস্যদের মানসিক অবস্থার কথা বুঝতে পারছি আমরা। তবে সরকার তাঁদের মুক্তির জন্য সবরকম ব্যবস্থা নিচ্ছে। এ বিষয়ে যথাযথ সময়ে পরিবারকে খবরাখবর জানানো হবে।”

জানা যাচ্ছে, ওই ৮ জন এক বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ওই সংস্থা কাতার সেনাকে প্রশিক্ষণ দিত। এঁদের মধ্যে কয়েকজন অত্যন্ত গোপনীয় কিছু ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন। আর সেই সুযোগে চরবৃত্তি করতেন বলে অভিযোগ। সেই অভিযোগে গত ১ বছর ধরে কাতারের জেলে বন্দি এই ৮ প্রাক্তন ভারতীয় নৌসেনা। আগেও একাধিক বার তাঁদের জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে আদালতে। শেষমেশ বৃহস্পতিবার মামলার রায়ে তাঁদের মৃত্যুদণ্ড ঘোষণা করে আদালত। এই খবর প্রকাশ্যে আসার পর রীতিমতো স্তম্ভিত হয়ে যায় ভারত সরকার। তখনই জানানো হয়, ওই প্রাক্তন সেনাকর্মীদের সুরক্ষায় সবরকম ব্যবস্থা নেবে কেন্দ্র।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version