Thursday, November 13, 2025

উচ্চশিক্ষা-কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিশেষ অভিযান শুরু করবে রাজ্য

Date:

Share post:

রাজ্য সরকারের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে উচ্চশিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিশেষ অভিযান শুরু হচ্ছে। আগামী ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে এই অভিযান চালানো হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে।

একইসঙ্গে রাজ্য সরকারের পোর্টালে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার জন্যও মঙ্গলবার থেকে ১০ নভেম্বর পর্যন্ত অভিযান শুরু করা হচ্ছে। এর আগে নবান্নে সোমবার মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর পৌরহিত্যে এই তিন প্রকল্পের অগ্রগতি নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মুখ্য সচিব বিশেষ অভিযানকে সফল করতে বেশ কিছু নির্দেশ দিয়েছেন। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় যে সমস্ত ঋণ প্রাথমিকভাবে মঞ্জুর হয়েছে সেগুলির চূড়ান্ত প্রক্রিয়া যাতে এই অভিযান চলাকালীন শেষ হয় মুখ্যসচিব তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। মঞ্জুর হওয়া আবেদন পত্র গুলির ক্ষেত্রে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে যাতে ১০ নভেম্বরের মধ্যে আবেদনকারীদের টাকা দিয়ে দেওয়া হয় ব্যাংকের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তা নিশ্চিত করার জন্য মুখ্য সচিব নির্দেশ দিয়েছেন। এদিকে, এই সময়ের মধ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে ৬০ হাজার এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে কুড়ি হাজার আবেদন মঞ্জুর করা হবে বলে মুখ্য সচিবকে আশ্বাস দিয়েছে স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি। বিভিন্ন ব্যাংক কর্তৃপক্ষ আগামী ১০ নভেম্বরের মধ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে জমা পড়া আবেদনগুলি পরীক্ষা করে আশি হাজার আবেদন অনুমোদন করার কথা জানিয়েছে।

এদিকে সরকার চলতি আর্থিক বছরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পের আওতায় ২৩ হাজার পড়ুয়াকে উচ্চ শিক্ষার জন্য ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত ১৮ লক্ষ ৫৮ হাজারের বেশি ঋণের আবেদন মঞ্জুর করা হয়েছে। যার মধ্যে এপর্যন্ত ঋণ পেয়েছে ৩৫ হাজার ৫৮৯ জন। যা মোট আবেদনের ৬১ শতাংশ। ঋণ হিসাবে দেওয়া হয়েছে ৪৯৪ কোটি টাকার বেশি। এপর্যন্ত ১৯ টি ব্যাঙ্ক এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছে। বাকি ঋণের আবেদন যাতে দ্রুত মঞ্জুর কেউ হয় সে ব্যাপারে রাজ্য সরকারের তরফে ব্যাঙ্ক গুলির কাছে আবেদনও জানানো হয়েছে।

এদিকে ইতিমধ্যে, পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্ত করার জন্য পৃথক পোর্টাল চালু করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের আবেদন জানিয়েছেন, এই পোর্টালে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য। রাজ্য সরকারের লক্ষ্য, এই শ্রমিকরা বাইরে কাজে গিয়ে কোনও বিপদে পড়লে তাঁদের এবং তাঁদের পরিবারের সহযোগিতার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া। দুয়ারে সরকার শিবির থেকেও ওই শ্রমিকদের নাম নথিভুক্ত করার সুযোগ মিলেছে। এবার শুরু হচ্ছে বিশেষ অভিযান। অভিযান চলাকালীন প্রশাসনের কর্তারা বাড়ি বাড়ি গিয়ে পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে খোঁজ খবর নেবেন। ইতিমধ্যে ১৪ লক্ষ ২৫ হাজারের কাছাকাছি শ্রমিকের নাম সফলভাবে পোটালে নথিভুক্ত করা হয়েছে।

আরও পড়ুন- আইনগতভাবে রাজনৈতিক জোট নিয়ন্ত্রণের ক্ষমতা নেই নির্বাচন কমিশনের

spot_img

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...