Saturday, November 8, 2025

রেল লাইন পেরোতে যাওয়াই কাল! মা-দুই মেয়েকে পি.ষে মা.রল বন্দে ভারত এক্সপ্রেস

Date:

ফের বড়সড় দুর্ঘটনার কবলে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এবার বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল তিনজনের। রবিবার বিকেলে যোগীরাজ্য উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরটের (Meerut) কাছে কাসামপুর ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, এদিন লাইন পারাপার করতে গিয়েই বন্দে ভারত এক্সপ্রেসে সজোরে ধাক্কা খান ৪০ বছর বয়সী এক মহিলা ও তার দুই কন্যা। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে খবর। এদিকে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃত ওই তিনজনই উত্তরপ্রদেশের কানকারখেরার বাসিন্দা। সম্পর্কে তাঁরা মা ও মেয়ে। রবিবার বিকেলে মোনা নামক বছর চল্লিশের ওই মহিলা তাঁর স্বামী নরেশ ও দুই মেয়ে মনীষা (১৪) ও চারু (৭)-র সঙ্গে যাচ্ছিলেন। জানা গিয়েছে, এদিন নরেশ হাতে টানা ঠেলাগাড়ি নিয়ে যাচ্ছিলেন। সেই ঠেলাগাড়িতেই বসেছিলেন মোনা ও তাঁর দুই মেয়ে। রবিবার কাসামপুর রেলওয়ে ক্রসিংয়ের রেলগেট বন্ধ ছিল। কিন্তু সেই রেলগেটের নীচ থেকেই পেরিয়ে যান সকলে। এরপরে ঠেলাগাড়িটিকে টেনে নিয়ে যাওয়ার সময়ই অপর দিক থেকে দ্রুতগতিতে আসা বন্দে ভারত এক্সপ্রেস ধাক্কা মারে তাতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঠেলাগাড়িতে বসে থাকা মোনা ও তাঁর দুই কন্যার।

এদিকে চোখের সামনে পরিবারকে শেষ হয়ে যেতে দেখে শোকস্তব্ধ নরেশ। তিনি বলেন, ভেবেছিলাম রেলগেট টপকে ছোট ঠেলায় বসিয়ে তাড়াতাড়ি ওদের পার করিয়ে দেব। কিন্তু বন্দে ভারত ট্রেন তখন কাছাকাছি চলে এসেছিল। তাড়াতাড়ি করেও পারিনি প্রাণে বাঁচাতে। ইতিমধ্যে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

 

 

Related articles

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...

বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি বাধ্যতামূলক, বিএলওদের ওপর কড়া নজর কমিশনের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (SIR) প্রক্রিয়া ঘিরে নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। অভিযোগ উঠেছিল, অনেক বিএলও...
Exit mobile version