Friday, August 22, 2025

রেল লাইন পেরোতে যাওয়াই কাল! মা-দুই মেয়েকে পি.ষে মা.রল বন্দে ভারত এক্সপ্রেস

Date:

ফের বড়সড় দুর্ঘটনার কবলে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। এবার বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল তিনজনের। রবিবার বিকেলে যোগীরাজ্য উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মিরটের (Meerut) কাছে কাসামপুর ক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, এদিন লাইন পারাপার করতে গিয়েই বন্দে ভারত এক্সপ্রেসে সজোরে ধাক্কা খান ৪০ বছর বয়সী এক মহিলা ও তার দুই কন্যা। ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে খবর। এদিকে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃত ওই তিনজনই উত্তরপ্রদেশের কানকারখেরার বাসিন্দা। সম্পর্কে তাঁরা মা ও মেয়ে। রবিবার বিকেলে মোনা নামক বছর চল্লিশের ওই মহিলা তাঁর স্বামী নরেশ ও দুই মেয়ে মনীষা (১৪) ও চারু (৭)-র সঙ্গে যাচ্ছিলেন। জানা গিয়েছে, এদিন নরেশ হাতে টানা ঠেলাগাড়ি নিয়ে যাচ্ছিলেন। সেই ঠেলাগাড়িতেই বসেছিলেন মোনা ও তাঁর দুই মেয়ে। রবিবার কাসামপুর রেলওয়ে ক্রসিংয়ের রেলগেট বন্ধ ছিল। কিন্তু সেই রেলগেটের নীচ থেকেই পেরিয়ে যান সকলে। এরপরে ঠেলাগাড়িটিকে টেনে নিয়ে যাওয়ার সময়ই অপর দিক থেকে দ্রুতগতিতে আসা বন্দে ভারত এক্সপ্রেস ধাক্কা মারে তাতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ঠেলাগাড়িতে বসে থাকা মোনা ও তাঁর দুই কন্যার।

এদিকে চোখের সামনে পরিবারকে শেষ হয়ে যেতে দেখে শোকস্তব্ধ নরেশ। তিনি বলেন, ভেবেছিলাম রেলগেট টপকে ছোট ঠেলায় বসিয়ে তাড়াতাড়ি ওদের পার করিয়ে দেব। কিন্তু বন্দে ভারত ট্রেন তখন কাছাকাছি চলে এসেছিল। তাড়াতাড়ি করেও পারিনি প্রাণে বাঁচাতে। ইতিমধ্যে মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 

 

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version