Saturday, August 23, 2025

বিজেপি নেতারা চোর-লম্পট, দলত্যাগী নেত্রীর পোস্ট ঘিরে অস্বতিতে গেরুয়া শিবির

Date:

Share post:

নাম না করে দলের রাজ্য নেতা থেকে মণ্ডল সভাপতি, সকলের বিরুদ্ধে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ তুললেন বিজেপির এক দলত্যাগী মহিলা নেত্রী। যা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির গেরুয়া শিবিরে। উত্তরপাড়ার ওই দলত্যাগী দাপুটে নেত্রী দলের বাইরে এসে যে যে অভিযোগ করছেন, দলের মধ্যেও অনেক তাকে সমর্থন করেছেন।
আদি বিজেপি কর্মীরা অনেকেই মনে করছেন, তাঁদের কথাই রাখঢাক না রেখে বলে দিয়েছেন নেত্রী। ফলে লোকসভা ভোটের আগে শ্রীরামপুর সাংগঠনিক জেলায় প্রবল অস্বস্তিতে বিজেপি।

এক সময় উত্তরপাড়ায় বিজেপির দাপুটে নেত্রী হিসেবে পরিচিত ছিলেন কাকলি ভট্টাচার্য। দলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে ২০২২ সালে তিনি পদত্যাগ করেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিও বার্তা ভাইরাল হয়। দিনকয়েক আগেই দলের সাংগঠনিক জেলা সভাপতির বিরুদ্ধে এক মহিলা কর্মী দলীয় তহবিলের টাকা নয়ছয়ের অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সেটি ভাইরাল হওয়ার কয়েক দিনের মধ্যেই কাকলিদেবীর পোস্ট নিঃসন্দেহে বিজেপির অস্বস্তি বাড়াল।

ওই পোস্টে কাকলিদেবী বলেছেন, ‘আমাকে বিজেপি নেত্রী বা কর্মী বলবেন না। তাতে আমার লজ্জা লাগে। আমি একজন সমাজসেবী। নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থেকে কাজ করব’। দলের মণ্ডল সভাপতি, জেলা সভাপতি ও রাজ্য নেতাদের চোর-লম্পট বলে তোপ দেগেছেন তিনি। বলেছেন, ‘আমি ওদের ভিতরে থেকে দেখেছি, প্রত্যেকে চোর ও লম্পট। আমি সব জানি। তাঁরা কী চুরি করেছেন, সব জানি। সেকারণে, আগেই আমি বিজেপি ছেড়েছি। আগে নিজেরা ঠিক হোন। তারপর অন্যের বিরুদ্ধে অভিযোগ জানাতে রাজভবনে যাবেন। মানুষকে ধাপ্পা দিয়ে কোনও লাভ হবে না’।

আরও পড়ুন:ফোন হ্যা.ক করতে চাইছে কেন্দ্র! বি.স্ফোরক অভি.যোগ তৃণমূল সাংসদ মহুয়ার

spot_img

Related articles

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...