Saturday, May 3, 2025

কুরুচিকর মন্তব্যের জের। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে আইনি নোটিশ পাঠালেন বারাসতের তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar)। রেশন দুর্নীতি মামলায় সম্প্রতি প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallik) গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ED)। সেই বিষয়ে কাকলির নাম জড়িয়ে মন্তব্য করেন বিজেপি (BJP) বিধায়ক। এর জেরে মানহানির আইনি নোটিশ পাঠিয়েছেন বারাসতের সাংসদ। নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টে সেই কথা জানিয়ে কাকলি লেখেন, “আমার এবং আমার পরিবারের সবাই খেটে খাওয়া মানুষ, আমরা কোন অনৈতিকভাবে উপার্জন করি না। অন্যায়ের সাথে আপস করি না। আমাদের নামে যে ভাবে সংবাদ মাধ্যমের সামনে কুরুচিকর মন্তব্য করেছে তার জন্যই শুভেন্দু অধিকারী কে মানহানির আইনি নোটিশ পাঠালাম।“

কাকলির তরফে শুভেন্দুকে (Shubhedu Adhikari) পাঁচপাতার আইনি নোটিশ পাঠিয়েছেন আইনজীবী প্রসেনজিৎ নাগ। জ্যোতিপ্রিয় গ্রেফতার হওয়ার পরে রানাঘাটে দলীয় কর্মসূচিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরোধী দলনেতা কাকলির সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেন। তার প্রেক্ষিতেই আইনি নোটিশ পাঠিয়েছেন কাকলি। সেখানে লেখা হয়েছে, বিরোধী দলনেতা সমাজমাধ্যমে  বলছেন, ’’জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও জড়িত।“ নোটিশে লেখা হয়েছে, “আমার মক্কেল একজন রাজনীতিকই নন, নির্বাচিত সাংসদ ও নামী চিকিৎসক। তাই বিরোধী দলনেতার মন্তব্যে তাঁর এবং পরিবারের সম্মানহানি হয়েছে। নোটিশ পাওয়ার ৭২ ঘণ্টার মধ্যে নিঃর্শত ক্ষমা না চাইলে শুভেন্দুর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।” যেখানে এই মন্তব্য করেছেন শুভেন্দু তার লিঙ্কও নোটিশে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: হৃদ.রোগে আ.ক্রান্তকে দ্রুত হাসপাতালে পৌঁছে ‘প্রাণ রক্ষা’ ওসি সৌভিকের, আপ্লুত পরিবার

বারবার রাজ্যের শাসকদলের নেতা-মন্ত্রীদের নিশানা করেন শুভেন্দু অধিকারী (Shubhedu Adhikari)। রাজ্যের মানুষের উন্নয়ন, বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার কোনও কথা তাঁর বক্তব্যে পাওয়া যায় না। সেই বক্তব্যে অনেক সময়ই শালীনতার মাত্রা ছাড়ান রাজ্যের বিরোধী দলনেতা। এই পরিস্থিতি আইন নোটিশ পেয়ে মুখে কুলুপ দলবদলু নেতার।

Related articles

শনির সকালেও জম্মু-কাশ্মীরের লাইন অফ কন্ট্রোলে গোলাগুলি পাক সেনার  

পহেলগাম রক্তাক্ত (Pahelgam attack) হওয়ার পর থেকে যেকোনও মুহূর্তে পাকিস্তানের উপর ভারতের প্রত্যাঘাতের সম্ভাবনা যত জোরালো হচ্ছে, ততই...

আজ দক্ষিণবঙ্গের সাত জেলায় কালবৈশাখীর পূর্বাভাস!

শনিবার দক্ষিণবঙ্গ (South Bengal Weather) জুড়ে ঝড় বৃষ্টির দুর্যোগ। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, এদিন বিকেলের...

গোয়ার শিরগাঁও মন্দিরে দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে ৬ জনের মৃত্যু! আহত একাধিক

গোয়ার শিরগাঁও গ্রামের লাইরাই দেবী মন্দিরে শতাব্দী প্রাচীন প্রাচীন বার্ষিক শোভাযাত্রা উপলক্ষ্যে বহু মানুষের ভিড়ে পদপিষ্ট হওয়ার ঘটনায়...

Breakfast News: গোয়ার মন্দিরে পদপিষ্টে ভক্তদের মৃত্যু

১) গোয়ায় লাইরাই মন্দিরে পদপিষ্টের ঘটনায় মৃত্যু অন্তত ৬ জনের, আহত বহু ২) ডাল লেকে ফের বিপর্যয়। শিকারা উল্টে...
Exit mobile version