Friday, November 14, 2025

আদানি নামক তোতা পাখির মধ্যেই মোদির প্রাণ ভোমরা: তোপ রাহুলের

Date:

দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi) ও শিল্পপতি গৌতম আদানির(Gautam Adani) সম্পর্ক বোঝাতে এবার রূপকথার গল্প তুলে ধরলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। সম্প্রতি মহুয়া মৈত্র(Mahua Moitra) সহ একাধিক বিরোধী নেতার আইফোন হ্যাকিংয়ের প্রসঙ্গে ‘রাজা এবং তোতাপাখি’র গল্প শুনিয়ে রাহুল বললেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাণ রয়েছে আদানি নামক তোতা পাখির মধ্যে।”

আদানি গোষ্ঠীর বিরুদ্ধে একের পর এক অভিযোগ ও তাঁকে আড়াল করতে মোদি সরকারের লাগাতার অপচেষ্টার বিরুদ্ধে মঙ্গলবার সরব হন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এপ্রসঙ্গেই তিনি অভিযোগ করেন, মহুয়া মৈত্রের মতো তাঁরও ফোন হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী বলেন, “মোদি সরকার গোয়েন্দাগিরি করছে। আদানিরা সঙ্কটে বলেই নজর ঘোরাতে এইসব করা হচ্ছে।” এরপরই আইফোন হ্যাকিংয়ের চেষ্টার অভিযোগ প্রসঙ্গে এক রাজার কাহিনি শোনান রাহুল গান্ধী। তবে সেই ‘রাজকাহিনি’ বদলে গেল ‘তোতাকাহিনি’তে। রাহুল বলেন, রাজার প্রাণভোমরা লুকিয়ে ছিল তোতাপাখির মধ্যে। এখানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রাণভোমরা রয়েছে আদানি নামের তোতাপাখির মধ্যে।

একইসঙ্গে বিরোধীদের আক্রমণ যে সঠিক নিশানায় হয়নি সেকথা তুলে ধরে রাহুল বলেন, “বিরোধীরা এত দিন ভুল নিশানায় আক্রমণ করছিলেন। তাঁরা ‘রাজা’ অর্থাৎ নরেন্দ্র মোদিকে আক্রমণ করছিলেন। কিন্তু রাজা তো রাজা নন। তাঁর হাতে ক্ষমতাই নেই। তাঁর ক্ষমতা লুকিয়ে রাখা আছে আদানির মধ্যে। সেইখানে আক্রমণ শানাতেই বিপদঘণ্টি বেজেছে। তাই এই সমস্ত গোলমাল করে নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে।”

উল্লেখ্য, মঙ্গলবার সকালে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তাঁর ফোন হ্যাকিংয়ের অভিযোগ করেন। তিনি লেখেন, অ্যাপল তাঁকে একটি সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, তাঁর আইফোন হ্যাক করার চেষ্টা করা হয়েছে। এক্স হ্যান্ডলে সেই সতর্কবার্তার একটি স্ক্রিনশট শেয়ার করে মহুয়া লেখেন, প্রিয়ঙ্কা চতুর্বেদী-সহ বিরোধী জোট ‘ইন্ডিয়া’র মোট চার জন সদস্য অ্যাপলের এই সতর্কবার্তা পেয়েছেন। পরে আরও একটি পোস্টে কাদের ফোন হ্যাক হয়েছে তার নাম জানান মহুয়া। পরে অনুরূপ একটি পোস্ট করে কংগ্রেস সাংসদ শশী থারুরও লেখেন, তিনি অ্যাপল থেকে এমন সতর্কবার্তা পেয়েছেন। শুধু তা-ই নয়, যে অ্যাপল আইডি থেকে তাঁকে ইমেল পাঠানো হয়েছিল, তার সত্যতা যাচাই করেছেন থারুর। সেই মেলের স্ক্রিনশট পোস্ট করে কেন্দ্রকে কটাক্ষ করে শশী মন্তব্য করেন, “সরকারের বেকার কর্মচারীদের আমার মতো করদাতার জন্য ব্যস্ত রাখতে পেরে ভাল লাগছে।” তবে একই সঙ্গে প্রধানমন্ত্রীর দফতরের কাছে ওই পোস্টে থারুর জানতে চান, “এর চেয়ে জরুরি আর কোনও কাজ নেই?” একাধিক বিরোধী নেতার পাশাপাশি সাংবাদিক বৈঠক করে এবার একই অভিযোগ করলেন রাহুল গান্ধী। পাশাপাশি এই ঘটনায় কারণ হিসেবে তিনি টেনে আনেন আদানির ‘ভীমরুলের চাক’-এ বিরোধীদের আঘাত হানার বিষয়টি।

Related articles

আইপিএলে দলবদল! নিজামের ডেরা থেকে নবাবের শহরে শামি?

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টের মধ্যেই চর্চায় আইপিএল(IPL)। শনিবারই রিটেন করা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করবে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে শনিবার বিকেলে চমকের...

মমতার পথে হেঁটেই নীতীশের জয়! কী বলছে রাজনৈতিক মহল

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পথ ধরেই বিহারে নীতীশ কুমারের (Nitish Kumar) সাফল্য। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডারকে নকল...

কটকে শ্রেয়ার অনুষ্ঠানে ভিড়ের চাপে হুলুস্থুল, জ্ঞান হারালেন একাধিক শ্রোতা

ওড়িশার কটকে (Cuttack, Odissa) অনুষ্ঠান করতে গিয়ে অস্বস্তি সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। হুলুস্থুল বেঁধে গিয়েছিল কনসার্টে। শ্রোতারাও...

৯৮ বছরে প্রয়াত বিশিষ্ট অভিনেত্রী ও ধর্মেন্দ্রর প্রথম নায়িকা কামিনী কৌশল

প্রয়াত বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কামিনী কৌশল( Kamini Kaushal)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮। বর্ষীয়ান এই অভিনেত্রী বহুদিন ধরেই বার্ধক্যজনিত...
Exit mobile version