ফের রাজ্য পুলিশের (Police) মুকুটে স্বীকৃতির পালক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের থেকে স্পেশাল অপারেশন পদক পেলেন রাজ্য পুলিশের (Police) ১০ আধিকারিক। পুরস্কৃত আধিকারিকদের তালিকায় রয়েছেন STF-এর যুগ্ম কমিশনার ভি সলমন নিশাকুমার।

রাজ্যের ১০ জন আধিকারিকের তালিকায় রয়েছেন-
DSP হরিকৃষ্ণ পাই
ইন্সপেক্টর সৌমিত্র বসু
ইন্সপেক্টর শ্রীপ্রসন্ন দিকপতি
পুলিশ সার্জেন্ট অম্বুজ সিং
সাব ইন্সপেক্টর সুকান্ত দাস
সাব ইন্সপেক্টর দেবাশিস রাউত

এ ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রকের স্পেশাল অপারেশন মেডেল পাচ্ছেন ৩ জন কনস্টেবলও। তাঁদের মধ্যে রয়েছেন আবদুল মাজিজ শেখ, হেমন্ত মাইতি এবং সৌম্যজিৎ দাস। সবচেয়ে বেশি স্বরাষ্ট্রমন্ত্রকের মেডেল পাচ্ছে সিআরপিএফ। NIA-এর ৯ জন, NCB-র ১৪ জন আধিকারিক এই পদক পাচ্ছেন।
