Sunday, May 11, 2025

আজ থেকে শুরু হচ্ছে তৃণমূল কংগ্রেসের (TMC ) জনসংযোগ কর্মসূচি। বিজয়া সম্মিলনীর মধ্যে দিয়ে ব্লকে ব্লকে দলীয় নেতাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে দলের শীর্ষ নেতৃত্বে তরফে। সেইমতো আজ থেকেই প্রস্তুতি শুরু।শাসকদলের পক্ষ থেকে সরাসরি এই বিজয় সন্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে । স্থানীয় বিধায়ক কিংবা তৃণমূলের ব্লক প্রেসিডেন্ট এই কর্মসূচির উদ্যোক্তা ও মূলকর্তা থাকবেন বলে সোমবার দলের তরফে ঘোষণা করা হয়েছে। মূলত ১০০ দিনের টাকা আটকে রাখা, আবাসের টাকা আটকে রাখা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, এই কর্মসূচির মাধ্যমেই ফের সোচ্চার হতে চলেছে রাজ্যের শাসক দল। আগামী ১০ দিন ধরে চলবে এই কর্মসূচি।

তৃণমূল কংগ্রেস আয়োজিত বিজয়া সম্মিলনীর পাশাপাশি ব্লকে ব্লকে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা হবে। এই কর্মসূচিতে দলের পুরনো নেতা কর্মীদের যুক্ত করতে হবে বলে কড়া নির্দেশিকা দেওয়া হয়েছে। এই অনুষ্ঠানে ফুল,মালা মিষ্টি দিয়ে দলের সর্বক্ষণের কর্মী ও পুরনো কর্মীদেরও সম্বর্ধনা দেওয়া হবে বলে খবর। পাশাপাশি নির্দিষ্ট গ্রাম, সংসদ এলাকা কিংবা পঞ্চায়েত এবং পুর এলাকার ওয়ার্ড প্রেসিডেন্টকেও সংবর্ধনা দেওয়া হবে। পুজোর ঠিক আগেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কেন্দ্রীয় সরকারকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন। দিল্লি এবং কলকাতায় প্রতিবাদ কর্মসূচির পর কেন্দ্রের তরফে যদি রাজ্যের বকেয়া টাকা না দেওয়া হয় তাহলে আন্দোলন আরও তীব্রতর হবে বলে তিনি জানিয়েছিলেন। এই বিজয়া সম্মিলনী কর্মসূচির মধ্যে দিয়ে সেই আন্দোলনকেই ফের গড়ে তুলতে চাইছে রাজ্যের শাসক দল এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Related articles

কাশ্মীর: ট্রাম্পের মধ্যস্থতা চায় না ভারত, বাণিজ্য নিয়ে ভাবছেন মার্কিন প্রেসিডেন্ট!

একবার দু'পক্ষের সঙ্গে কথা বলে সংঘর্ষ বিরতির চেষ্টা করলেও বারবার তাঁকে এ বিষয়ে নাক গলাতে দেওয়া হবে না।...

জঙ্গিদের শেষকৃত্যই প্রমাণ কারা মদত দিচ্ছে! নাম না করে পাকিস্তানকে তীব্র আক্রমণ সেনা আধিকারিকদের

অপারেশন সিন্দুর-এ পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত। ১০০ জন জঙ্গি নিকেশ হয়েছে।...

বিরাটের সিদ্ধান্তের পিছনে গম্ভীরের হাত? হৈচৈ ক্রিকেটমহলে

রোহিত শর্মার(Rohit Sharma) অবসর নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই খবরের শিরোনামে উঠে এসেছেন বিরাট কোহলি(Virat Kohli)। হঠাত্ করেই শোনাযাচ্ছে...

সব জেলায় তিন মাসের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য মজুদ রাখার নির্দেশ মুখ্যসচিবের, জরুরি বৈঠক স্বাস্থ্যসচিবেরও

ভারত-পাক সীমান্তে সাম্প্রতিক পরিস্থিতিতে রাজ্যজুড়ে সতর্কতা জারি করেছে রাজ্য সরকার (State Government)। সমস্ত জেলায় আগামী তিন মাস— *জুন,...
Exit mobile version