Sunday, November 9, 2025

সিঙ্গুর মামলায় (Singur Case) সোমবার তিন সদস্যের আরবিট্রাল ট্রাইব্যুনালের (Arbitral Tribunal) দেওয়া নির্দেশের বিরুদ্ধে এবার আইনি পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার (Government of West Bengal)। রায়ের কপি হাতে পাওয়ার পরই আইনজ্ঞদের সঙ্গে পরামর্শ করেন মুখ্য সচিব (CS)। এরপরই বিষয়টি নিয়ে হাইকোর্টে (Calcutta High court) যাওয়ার কথা ভাবছে রাজ্য বলেই নবান্ন (Nabanna)সূত্রে খবর। বিজেপি এবং বামেদের তরফে ট্রাইব্যুনালের সিদ্ধান্তকে সাধুবাদ জানানো হলেও তৃণমূলের তরফে এর স্পষ্ট বিরোধিতা করে বলা হয় যে, বাম সরকারের আমলে কৃষকদের মুখের ভাত কেড়ে নিয়ে তিন ফসলা জমি অন্যায় ভাবে শিল্প গোষ্ঠীকে দেওয়ার যে চক্রান্ত করা হয়েছিল তারই বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসলে বিজেপি ও বাম যৌথভাবে বাংলার কৃষি কাজকে ধ্বংস করতে চাইছে বলে অভিযোগ করা হয়েছে তৃণমূলের (TMC) তরফে।

সিঙ্গুর অধিগ্রহণ মামলায় ২০১৬ সালে সুপ্রিম কোর্ট রায় দেয়, সিঙ্গুরে তৎকালীন রাজ্য সরকারের জমি অধিগ্রহণ বেআইনি ছিল। দীর্ঘদিন ধরে তিন সদস্যর বেঞ্চে এই মামলা চলছিল। টাটা মোটরস লিমিটেড এবং রাজ্য শিল্পোন্নয়ন নিগম (West Bengal Industrial Developement Corporation) ছিল দুটি পক্ষ। সোমবার আরবিট্রাল ট্রাইব্যুনাল রাজ্যকে নির্দেশ দেয়, টাটা গোষ্ঠীকে ৭৬৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে WBIDCকে। একই সঙ্গে ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে থেকে যতক্ষণ না ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে সেই পর্যন্ত ১১ শতাংশ হারে সুদও দিতে হবে রাজ্যকে। মামলার খরচ বাবদ জমা দিতে হবে আরও ১ কোটি টাকা। এই রায়ের বিরোধিতা করে এবার হাইকোর্টে যাচ্ছে রাজ্য।

Related articles

‘ভূত বিড়াল’ কি শুধুই কল্পনার কাহিনী? বাস্তবে কোথায় দেখা গেল চাঁদনি রাতের বিড়াল

কালো নয়। ডোরা কাটাও নয়। বন বিড়াল। তবে সাদা। দেখা যায় শুধুই চাঁদনি রাতে। মানুষের থেকে ভূতের সঙ্গেই...

ইডেনে ব্যাটিংয়ে জোর দিতে চান গম্ভীর! ভাবনায় দুই কিপার

চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। ইডেনের প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রথম একাদশ কেমন...

SIR আতঙ্কে সন্তানকে নিয়ে বিষ খেলেন মা! পরিবারের পাশে তৃণমূল

নির্বাচন কমিশনের ভোটার তালিকায় নাম রয়েছে, না নেই। রাজ্যজুড়ে সাধারণ মানুষের মধ্যে সেই আতঙ্ক ক্রমশ স্পষ্ট। বিহারের উদাহরণ...

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...
Exit mobile version