Tuesday, November 11, 2025

মমতার পর বাঘেল: নির্বাচনের আগে বিজেপির বিরুদ্ধে টাকা ছড়ানোর অ.ভিযোগ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর

Date:

টাকা ছড়িয়ে ভোট কিনতে চাইছে গেরুয়া শিবির। ২০২১-এ বাংলায় বিধানসভা নির্বাচনের আগে এই অভিযোগ তুলেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত থেকে গাড়ির ডিকি থেকে টাকা উদ্ধারও হয়। সামনে ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন। তার আগে একই অভিযোগ করলেন সেখানকার মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভূপেশ বঘেল (Bhupesh Baghel)।

বৃহস্পতিবার, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ভোটারদের প্রভাবিত করতে নির্বাচনের আগে টাকা ও উপহার বিলি করছে BJP। এরপরে বিস্ফোরক অভিযোগ করেন বাঘেল (Bhupesh Baghel)। তাঁর অভিযোগ, সেই কাজে কেন্দ্রীয় বাহিনী CRPF-এর গাড়ি ব্যবহার করা হচ্ছে। CRPF-এর গাড়ি তল্লাশির ব্যবস্থা করানোর জন্যেও নির্বাচন কমিশনের কাছে দাবি জানান ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী।

৭ এবং ১৭ নভেম্বর দু’দফায় ছত্তিশগড়ের ৯০টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। গণনা ৩ ডিসেম্বর। ছত্তিশগড়ে মাওবাদী উপদ্রুত এলাকায় বেশ কয়েকটি ব্যাটেলিয়ন সিআরপিএফ মোতায়েন রয়েছে। সেই কারণে বাড়তি কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন নেই বলেও জানিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘হার জেনে মরিয়া হয়ে এখন ভোটারদের টাকা বিলি করছে বিজেপি। আর সেটা করছে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি ব্যবহার করে। এটি অত্যন্ত গুরুতর বিষয়। নির্বাচন কমিশনের উচিত সিআরপিএফের গাড়িগুলি পরীক্ষা করে দেখা।’’

আরও পড়ুন: ইডির নজরে তিন নোটবুক, জ্যোতিপ্রিয়- বাকিবুরের যোগসূত্র খোঁজার চেষ্টা!

যে সব রাজ্যে পায়ের তলায় মাটি নেই বিজেপির- সেখানে টাকা ছড়িয়ে ভোট কিনতে চাইছ গেরুয়া শিবির। এই অভিযোগ সব বিরোধী দলের। বাংলার নির্বাচনের আগে এখানেও বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ তোলে শাসকদল। যে গাড়িতে টাকা উদ্ধার হয়, সেটি অসম থেকে আসছিল। বিষয়টি নিয়ে বিস্তর জলঘোলা হয়। এবার একই অভিযোগ করলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version