দুর্নীতির তদন্তে নেমে ঘুষ নেওয়ার অভিযোগ, হাতেনাতে ধৃত ইডি আধিকারিক

ভোটমুখী রাজ্যে এই ঘটনা নির্বাচনী প্রচারে কংগ্রেসের জন্য বাড়তি অস্ত্র হল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল

সর্ষের মধ্যে ভূত। ফের মুখ পুড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির। একটি দুর্নীতির মামলার তদন্ত করছিল ইডি। বৃহস্পতিবার এজেন্সির-ই দুই তদন্তকারীকে হাতেনাতে গ্রেফতার করল পুলিশের অ্যান্টি করাপশন ব্যুরো। ঘটনা রাজস্থানের। ধৃত নওলকিশোর মিনা এবং বাবুলাল মিনা হলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দা ইন্সপেক্টর।

ভোটমুখী রাজস্থানে ইডির হানা নিয়ে সরগরম পরিস্থিতি। প্রদেশ কংগ্রেস সভাপতির বাড়ি-সহ বিরোধী দলের একাধিক নেতার বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মুখ্যমন্ত্রী অশোক গেহলটের ছেলেকেও নোটিশ পাঠিয়ে তলব করা হয়। ইডির হানার বিরোধিতা করে মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পাশে দাঁড়ান বিক্ষুব্ধ কংগ্রেস নেতা শচীন পাইলট। সেই পরিস্থিতিতে এবার ইডির দুই কর্তাকে ঘুষ নেওয়ার অপরাধে গ্রেফতার করলে রাজস্থান পুলিশ।

ভোটমুখী রাজ্যে এই ঘটনা নির্বাচনী প্রচারে কংগ্রেসের জন্য বাড়তি অস্ত্র হল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। মুখ্যমন্ত্রী গেহলট বার বার ধরেই অভিযোগ করে আসছেন, মিথ্যা মামলায় বিরোধীদের ফাঁসানো হচ্ছে।