Monday, December 8, 2025

নির্ধারিত খাতের বরাদ্দ অন্য কাজে নয়: কোষাগারের টাকা খরচে নয়া বিধি অর্থ কমিশনের

Date:

Share post:

নির্ধারিত খাতের বরাদ্দ কোনওভাবেই অন্য কাজে ব্যবহার করা যাবে না। রাজ্যের কোষাগারের টাকা খরচের ক্ষেত্রে আরও শৃঙ্খলা ও স্বচ্ছতা আনতে নতুন বিধি নিষেধ আরোপ করছে অর্থ কমিশন। পঞ্চম রাজ্য অর্থ কমিশনের দেওয়া প্রায় ১৬০০ কোটি টাকা খরচের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর করা হবে। ওই বরাদ্দ অর্থ কীভাবে এবং কোথায় খরচ করা যাবে তাও তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর সম্প্রতি এবিষয়ে এক বিজ্ঞপ্তি (Notice) জারি করেছে। সেখানে রাজ্য অর্থ কমিশনের (Finance Commission) বরাদ্দ ‘টায়েড’ এবং ‘আনটায়েড’ দুভাগে বিভক্ত করা হয়েছে।

বলা হয়েছে, নির্ধারিত খাতের বরাদ্দ কোনওভাবেই অন্য কাজে ব্যবহার করা যাবে না। জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির কাজকর্মের জন্যই এই টাকা দেওয়া হবে।

গাইডলাইনে বলা হয়েছে,

  • পর্যটনের উন্নয়নে গ্রামে ইকো ট্যুরিজিম পার্ক, মডেল ভিলেজ এবং হোম স্টে তৈরির কাজে ওই তহবিলের টাকা ব্যবহার করা যাবে।
  • সৌর বিদ্যুত প্রকল্প, পুকুর ও জলাশয় খনন, বাজার তৈরি, বর্জ্য় ব্যবস্থাপনা কেন্দ্র তৈরির মতো স্থায়ী সম্পদ তৈরির কাজে টায়েড ফান্ডের টাকা ব্যবহার করা যাবে।
  • সমাজের পিছিয়ে পড়া মানুষ নারী ও শিশুদের সামগ্রিক উন্নয়ন এবং এলাকাভিত্তিক চাহিদা অনুযায়ী আনটায়েড তহবিলের টাকা খরচ করা যাবে।

কমিশনের অর্থ কীভাবে এবং কতটা খরচ করা হচ্ছে তার উপর কেন্দ্রীয় ভাবে নজরদারি চালানো হবে বলেও প্রশাসনিক সূত্রে খবর। পঞ্চায়েতগুলিকে প্রতি তিনমাসের খরচের রিপোর্ট (Report) পঞ্চায়েত দফতরকে পাঠাতে হবে। রিপোর্ট সন্তোষজনক হলে তবেই পরবর্তী পর্যায়ের বরাদ্দ মিলবে। পঞ্চায়েতের টাকা খরচের ক্ষেত্রে রাজ্যে ‘অনিয়ম’ হচ্ছে এই অজুহাতে বকেয়া আটকে রাখার নিত্যনতুন ফিকির খুঁজছে কেন্দ্র। সেই আবর্তেই ফিনান্স কমিশনের (Finance Commission) টাকা খরচের ক্ষেত্রে রাজ্যের এই কঠোর অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

spot_img

Related articles

SIR আবহে আজ কোচবিহার সফরে মমতা, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

SIR আবহে আজ ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। সোমবার দুপুরে কোচবিহার যাচ্ছেন মমতা। একগুচ্ছ কর্মসূচি নিয়েই...

নাইট ক্লাবের অগ্নিকাণ্ডে সাসপেন্ড তিন সরকারি আধিকারিক, মৃতদের মধ্যে বাংলার ১

গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে( Goa Night Club Fire) প্রাণ হারিয়েছেন ২৫ জন মানুষ। মৃতদের মধ্যে ২০ জনই...

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...