পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেড বা WBSEDCL তাঁদের অবসরপ্রাপ্ত পেনশনভোগী কর্মীদের সুবিধার্থে জীবন প্রমাণ অ্যাপের মাধ্যমে ডিজিট্যাল লাইফ সার্টিফিকেট (DLC) প্রদানের উদ্যোগ নিয়েছে। বৃহস্পতিবার এই উদ্যোগের সূচনা করেন রাজ্যের বিদ্যুৎ দফতরের সচিব এবং WBSEDCL-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর শান্তনু বসু (Shantanu Basu)।
শান্তনু বসু বলেন, WBSEDCL-এর অবসরপ্রাপ্ত কর্মীদের এবং লাইফ সার্টিফিকেট প্রদানের সরলীকরণের উদ্দেশেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সংস্থার ২৮ হাজারের বেশি পেনশনভোগী ও তাঁদের পরিবার উপকৃত হবেন। তবে WBSEDCL প্রথম রাজ্য সরকার অধীনস্থ সংস্থা যারা এই পদ্ধতি চালু করলো। www.wbsedcl.in এর অধীনে Retired Employee’s Corner এ এই সুযোগসুবিধা পাওয়া যাবে বলে সূত্রের খবর।