Thursday, November 13, 2025

নির্ধারিত খাতের বরাদ্দ অন্য কাজে নয়: কোষাগারের টাকা খরচে নয়া বিধি অর্থ কমিশনের

Date:

নির্ধারিত খাতের বরাদ্দ কোনওভাবেই অন্য কাজে ব্যবহার করা যাবে না। রাজ্যের কোষাগারের টাকা খরচের ক্ষেত্রে আরও শৃঙ্খলা ও স্বচ্ছতা আনতে নতুন বিধি নিষেধ আরোপ করছে অর্থ কমিশন। পঞ্চম রাজ্য অর্থ কমিশনের দেওয়া প্রায় ১৬০০ কোটি টাকা খরচের ক্ষেত্রে এই নতুন নিয়ম কার্যকর করা হবে। ওই বরাদ্দ অর্থ কীভাবে এবং কোথায় খরচ করা যাবে তাও তা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর সম্প্রতি এবিষয়ে এক বিজ্ঞপ্তি (Notice) জারি করেছে। সেখানে রাজ্য অর্থ কমিশনের (Finance Commission) বরাদ্দ ‘টায়েড’ এবং ‘আনটায়েড’ দুভাগে বিভক্ত করা হয়েছে।

বলা হয়েছে, নির্ধারিত খাতের বরাদ্দ কোনওভাবেই অন্য কাজে ব্যবহার করা যাবে না। জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির কাজকর্মের জন্যই এই টাকা দেওয়া হবে।

গাইডলাইনে বলা হয়েছে,

  • পর্যটনের উন্নয়নে গ্রামে ইকো ট্যুরিজিম পার্ক, মডেল ভিলেজ এবং হোম স্টে তৈরির কাজে ওই তহবিলের টাকা ব্যবহার করা যাবে।
  • সৌর বিদ্যুত প্রকল্প, পুকুর ও জলাশয় খনন, বাজার তৈরি, বর্জ্য় ব্যবস্থাপনা কেন্দ্র তৈরির মতো স্থায়ী সম্পদ তৈরির কাজে টায়েড ফান্ডের টাকা ব্যবহার করা যাবে।
  • সমাজের পিছিয়ে পড়া মানুষ নারী ও শিশুদের সামগ্রিক উন্নয়ন এবং এলাকাভিত্তিক চাহিদা অনুযায়ী আনটায়েড তহবিলের টাকা খরচ করা যাবে।

কমিশনের অর্থ কীভাবে এবং কতটা খরচ করা হচ্ছে তার উপর কেন্দ্রীয় ভাবে নজরদারি চালানো হবে বলেও প্রশাসনিক সূত্রে খবর। পঞ্চায়েতগুলিকে প্রতি তিনমাসের খরচের রিপোর্ট (Report) পঞ্চায়েত দফতরকে পাঠাতে হবে। রিপোর্ট সন্তোষজনক হলে তবেই পরবর্তী পর্যায়ের বরাদ্দ মিলবে। পঞ্চায়েতের টাকা খরচের ক্ষেত্রে রাজ্যে ‘অনিয়ম’ হচ্ছে এই অজুহাতে বকেয়া আটকে রাখার নিত্যনতুন ফিকির খুঁজছে কেন্দ্র। সেই আবর্তেই ফিনান্স কমিশনের (Finance Commission) টাকা খরচের ক্ষেত্রে রাজ্যের এই কঠোর অবস্থান যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Related articles

শেষ হল আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন, অর্থনীতিতে বড় ধাক্কার সম্ভাবনা

আমেরিকায় চলা দীর্ঘতম শাটডাউন (Shutdown) শেষ হল। ১ অক্টোবর থেকে আমেরিকায় (America) অচলাবস্থা শুরু হয়েছিল। ‘স্পেন্ডিং বিল’ অর্থাৎ...

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...

১ কেজি পেঁয়াজ বেচে ২টাকাও জুটল না! মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশাহারা কৃষকরা

পেঁয়াজের দাম নেমে পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ দুটাকাও দাম পাচ্ছেন না মধ্যপ্রদেশের (Madhyapradesh) পেঁয়াজ...

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...
Exit mobile version