Tuesday, November 11, 2025

কর্ণাটকের মুখ্যমন্ত্রী পদে বসছেন খাড়গে পুত্র? প্রিয়াঙ্কের মন্তব্যে চাঞ্চল্য

Date:

কর্ণাটকের(Karnataka) মুখ্যমন্ত্রী পদের লড়াইয়ে এবার যুক্ত হলেন আরও একজন। ইনি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের(Mallikarjun Kharge) পুত্র প্রিয়াঙ্ক খাড়গে(Priyank Kharge)। বর্তমানে কর্ণাটকের তথ্য ও প্রযুক্তি দফতরের মন্ত্রী প্রিয়াঙ্ক রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসার ইচ্ছা প্রকাশ করলেন। শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানালেন, কংগ্রেস হাইকমান্ড চাইলে তিনি মুখ্যমন্ত্রী হতে প্রস্তুত। স্বাভাবিকভাবেই তাঁর মন্তব্যে শোরগোল শুরু হয়েছে কর্ণাটক রাজনীতিতে।

কংগ্রেসের কর্ণাটক জয়ের পর দুই শীর্ষ নেতা সিদ্দারামাইয়া ও ডিকে শিবকুমারের সংঘাত দেখেছিল গোটা দেশ। যদিও শেষ পর্যন্ত এই আসন দখল করেন সিদ্দারামাইয়া। সম্প্রতি সংবাদমাধ্যমকে সাক্ষাতকার দিয়ে গিয়ে সিদ্দারামাইয়া মন্তব্য করেন, “আগামী ৫ বছর পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী পদে থাকবেন তিনিই।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার সংবাদমাধ্যমকে খাড়গে পুত্র প্রিয়াঙ্ক বলেন, “সিদ্দারামাইয়ার মুখ্যমন্ত্রী পদে থাকা উচিৎ, ডিকে শিবকুমারেরও মুখ্যমন্ত্রী হওয়া উচিৎ। উনি যা বলেছেন তা ওনার ব্যক্তিগত মন্তব্য। এটা হাইকম্যান্ড ঠিক করবে কে এই পদে বসবেন কে বসবেন না। যদি কংগ্রেস হাইকমান্ড চায় তবে আমিও মুখ্যমন্ত্রী হতে প্রস্তুত।” এরপর তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, “দিল্লিতে ৪ জন বসে ঠিক করেন কে মুখ্যমন্ত্রী হবেন। ক্ষমতার ভাগাভাগি কীভাবে হবে। জেলা, পঞ্চায়েত সদস্য থেকে বিধায়ক পর্যন্ত সকলের নিজের বক্তব্য রাখার অধিকার রয়েছে। মুখ্যমন্ত্রী যা বলেছেন তা পাথরে খোদাই করা কোনও শিলালিপি নয়। সবটাই নিরভর করবে হাইকমান্ডের উপর।”

উল্লেখ্য, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের পুত্র হলেও প্রিয়াঙ্কের রাজনৈতিক জীবন বেশ দীর্ঘ। তিনি কংগ্রেসের যুব শাখা NSUI-এর মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৯৯ সালে, তিনি NSUI কলেজের সাধারণ সম্পাদক হন, তারপরে তিনি ২০০৫ সাল পর্যন্ত NSUI রাজ্য সাধারণ সম্পাদক ছিলেন। একই সময়ে, প্রিয়াঙ্ক ২০১৩ সালে প্রথমবার বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন। তিনি ২০১৮ সালেও চিত্তপুর বিধানসভা আসন থেকে জিতেছিলেন এবং ২০২৩ সালে অনুষ্ঠিত নির্বাচনেও এখান থেকে জয়ী হয়েছেন।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version