বৃষ্টির হাত ধরেই মাঠে নামতে চলেছে শীত, পূর্বাভাস দিল হাওয়া অফিস

পশ্চিমে ও উপকূলের ৬ জেলাতেও বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকেই আবহাওয়ার পরিবর্তন (Change of Weather)হতে চলেছে।

আর মাত্র কয়েকটা দিন, তারপরই নভেম্বরের শীতের আমেজ উপভোগ করবেন দক্ষিণ বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে মঙ্গলবার থেকেই পারদ নামতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হবে আগামিকাল ও পরশু। পশ্চিমে ও উপকূলের ৬ জেলাতেও বৃষ্টির পূর্বাভাস। সোমবার থেকেই আবহাওয়ার পরিবর্তন (Change of Weather)হতে চলেছে।

এ কেমন সকাল! এতটুকু শীতের আমেজ টের পাচ্ছেন না দক্ষিণবঙ্গের মানুষ। তার উপর আবার রাত বাড়লে যে তাপমাত্রা আরও বাড়বে, সেটা স্পষ্ট করে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। তবে শনিবার থেকেই যে বৃষ্টি ভিজবে বাংলা তা নিয়ে কোন সন্দেহ নেই। কিন্তু কেন এই খামখেয়ালীপনা? এই ব্যাপারে মৌসম ভবনের পূর্বাঞ্চলীয় প্রধান সঞ্জীব বন্দ্যোপাধ্যায় (Sanjib Banerjee) বলছেন,পূবালি হাওয়ার কারণেই এমন পরিস্থিতি। বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় বাংলার হাওয়ায় মিশতে শুরু করেছে জলীয় বাষ্প। তার জেরেই একদিকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।