Sunday, August 24, 2025

বিজেপি শাসিত হরিয়ানায় ছাত্রীদের যৌ.ন হে.নস্থা! স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে দায়ের অ.ভিযোগ

Date:

ফের খবরের শিরোনামে উঠে এল ডবল ইঞ্জিন রাজ্য হরিয়ানা (Hariyana)। ৫০ জনেরও বেশি ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ উঠল খোদ প্রিন্সিপালের (Principal) বিরুদ্ধে। হরিয়ানার জিন্দ জেলার এক সরকারি স্কুলের ঘটনা। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ছাত্রীদের যৌন হেনস্থা করেছেন ওই প্রিন্সিপাল। পরে বিষয়টি চরমে পৌঁছতেই হরিয়ানার মহিলা কমিশনের কাছে অভিযোগ জানায় প্রায় ৬০ ছাত্রী। তাঁদের সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশের কাছে এফআইআর (FIR) দায়ের করেছে কমিশন। কিন্তু ছাত্রীদের অভিযোগ, হরিয়ানা পুলিশ এই ঘটনার তদন্তে ঢিলেমি করেছে। আর সেকারণেই এখনও পলাতক অভিযুক্ত।

অভিযোগ, গত ১৪ সেপ্টেম্বর পুরো বিষয়টি পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু, ৩০ অক্টোবর এই বিষয়ে মামলা রুজু করে পুলিশ। এরপরেই অভিযুক্ত প্রিন্সিপাল পলাতক। তবে ইতিমধ্যে, ওই শিক্ষককে বরখাস্ত করেছে মনোহর লাল খট্টরের শিক্ষা দফতর। পুলিশ সূত্রে খবর, ওই অধ্যক্ষের বয়স ৫৫ বছর। ছাত্রীদের অভিযোগ, স্কুল শেষ হয়ে যাওয়ার পরেও অভিযুক্ত প্রিন্সিপাল ছাত্রীদের ফোন করে অশ্লীল কথা বলার পাশাপাশি হোয়াটসঅ্যাপে চ্যাট করতো। এর জন্য অধ্যক্ষের কাছে তিনটি ফোন ছিল, যা তার পরিবারের কারও জানা ছিল না। অভিযোগ, অধ্যক্ষ নিজের অফিসে ডেকে ছাত্রীদের যৌন হেনস্থা করত। এদিকে গত ১৩ সেপ্টেম্বর অধ্যক্ষের বিরুদ্ধে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন রেণু ভাটিয়ার কাছে অভিযোগ জানায় স্কুলের ছাত্রীরা। এরপর তিনি বিষয়টি পুলিশের সামনে তুলে ধরেন। তবে এরপরই পুলিশের ভূমিকায় বেজায় ক্ষুব্ধ রাজ্য মহিলা কমিশন। পরে রাজ্য মহিলা কমিশনের চাপে পড়েই ৩০ অক্টোবর মামলা রুজু করতে বাধ্য হয় পুলিশ। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, ওই অভিযুক্তকে গ্রেফতার করতে দল গঠন করা হলেও তিনি এখনও পলাতক।

অভিযুক্ত স্কুল প্রিন্সিপালের বিরুদ্ধে আরও অভিযোগ, শুধু এই স্কুলেই নয় এর আগে তিনি যে স্কুলে ছিলেন সেখানেও ছাত্রীদের যৌন হেনস্থা করতেন তিনি। এতকিছু সত্ত্বেও শিক্ষা দফতরের তরফে ওই শিক্ষকের বিরুদ্ধে কেন কোনও ব্যবস্থা নেওয়া হয়নি তা নিয়ে উঠেছে প্রশ্ন। তবে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পুলিশ ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা সহ পকসো আইনে মামলা নথিভুক্ত করেছে।

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version