Monday, August 25, 2025

মনোনয়ন জমা দিয়েও দলে কো.ণঠাসা বসুন্ধরার মুখে ‘রাজনৈতিক সন্ন্যাস’!

Date:

রাজস্থানের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপিতে কোণঠাসা বসুন্ধরা রাজে (Vasundhara Raje)। গেরুয়া শিবির কোনও ভাবেই তাঁকে ভাবছে না মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে। এই পরিস্থিতিতে ‘রাজনৈতিক সন্ন্যাস’ নেওয়া কথা বর্ষীয়ান বিজেপি (BJP) নেত্রীর গলায়। যদিও, ভোটে লড়তে মনোনয়ন জমা দিয়েছেন তিনি।

২০০ আসনের রাজস্থান (Rajasthan) বিধানসভায় ২৫ নভেম্বর ভোট গ্রহণ। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস শাসিত মরুরাজ্য জল মাপার ভোট এটি। কিন্তু এই নির্বাচনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে বসুন্ধরাকে তুলে ধরতে নারাজ বিজেপি। এই পরিস্থিতিতে ঝোলোয়ারে একটি জনসভায় পুত্র দুশ্যন্ত সিংয়ের উপস্থিতিতেই রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইঙ্গিতপূর্ণভাবে বলেন, “মনে হচ্ছে, আমি এখন অবসর নিতে পারি।”

দুশ্যন্ত সিং ঝালোয়ারের সাংসদ। সেখানেই দলের হয়ে প্রচারে যান মা-ছেলে। দুশ্যন্তের পরে বক্তব্য রাখতে উঠে বসুন্ধরার (Vasundhara Raje) মন্তব্য, “ছেলের বক্তব্য শোনার পর মনে হচ্ছে, আমি এবার অবসর নিতে পারি। তালিম দিয়ে ওকে আপনারা উপযুক্ত করে তুলেছেন। আর আমার সাহায্যের প্রয়োজন নেই।” বিজেপি নেত্রীর কথায়, “সমস্ত বিধায়ক এখানে রয়েছেন। আমার মতে, তাঁদের উপরেও নজরদারির প্রয়োজন নেই, তাঁরা নিজেরাই মানুষের জন্য কাজ করবেন।” ঝালোয়ারে উন্নয়নের খতিয়ান তুলে ধরেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তবে, মুখে যাই বলুন, বিধানসভা ভোটে প্রার্থী হচ্ছেন বসুন্ধরা। ঝালোয়ার বিধানসভা আসন থেকেই বিজেপি প্রার্থী হিসেবে শনিবার মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। তবে, তাঁকে মুখ করে মরুরাজ্যে ভোটে লড়ছে না বিজেপি শিবির।

 

গোষ্ঠীদ্বন্দ্বে বিভক্ত রাজস্থান বিজেপিতে বসুন্ধরা অনেকেরই চক্ষুশূল। তার জায়গায় পাল্লা ভারী জয়পুরের প্রাক্তন মহারাজা দ্বিতীয় মানসিংয়ের নাতনি, রাজসমন্দ কেন্দ্রের বিজেপি সাংসদ রানি দিয়া কুমারীর। রাজস্থানে বিজেপি জাতীয় হেভিওয়েট নেতাদের প্রচারাভিযানে যাবতীয় আয়োজনের তদারকিতে দেখা যাচ্ছে দিয়া কুমারীকে৷ অনেকের মতে, শিক্ষিত, অভিজাত দিয়া কুমারীকেই মুখ করতে চাইছে গেরুয়া শিবির। কথা হয়ত পৌঁছেছে বসুন্ধরার কানেও। সেই কারণেই কি মুখে রাজনৈতিক সন্ন্যাসের কথা! প্রশ্ন নানা মহলে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবার সন্ধেয় গড়িয়াহাটে আড্ডার আবহে প্রকাশিত হল কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন,...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version