Thursday, August 28, 2025

পেঁয়াজের মূল্যে আ.গুন! কখন কমবে দাম? রাজ্যকে চিঠি টাস্ক ফোর্সের

Date:

পেঁয়াজের দামেই চোখে জল মধ্যবিত্তর। রান্নার একটি গুরুত্বপূর্ণ উপকরণ পেঁয়াজ। কিন্তু সব বাজারেই চড়া দামে বিকোচ্ছে। কলকাতার বিভিন্ন বাজারে সেঞ্চুরি হাঁকিয়েছে পেঁয়াজের দাম। পেঁয়াজ সহ অন্যান্য শাকসবজির দাম নিয়ন্ত্রণের রাজ্য সরকারের গঠিত টাস্ক ফোর্স শহরের বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছে। পুলিশ এবং এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে সঙ্গে নিয়ে শনিবার টাস্কফোর্সের সদস্যরা আজ বাগমারি ও মানিকতলা বাজারে হানা দেন। পেঁয়াজসহ অন্যান্য শাকসবজির দাম খতিয়ে দেখেন তারা। মূল্যবৃদ্ধি নিয়ে বাজারের বিক্রেতাদের সঙ্গেও কথা বলেন। এবার দেওয়া হল এক কড়া বার্তা। বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে কঠোর শাস্তি হতে পারে। টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে জানান, বেআইনিভাবে বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে শাস্তি অপরিহার্য। আরও জানা গিয়েছে, এই ধরনের বেআইনি কাজ ধরা পড়লে বিক্রেতাদের লাইসেন্স বাতিল হতে পারে। এমনকি আইনগত ভাবেও কড়া শাস্তি হতে পারে।

এদিকে নাসিক থেকে আসা পেঁয়াজ বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন দামে সরবরাহ করার জন্য রাজ্যে পেঁয়াজের দাম বেড়েছে বলে অভিযোগ জানিয়ে টাস্ক ফোর্স রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। টাস্ক ফোর্সের অভিযোগ, কো অপারেটিভ-এর মাধ্যমে কৃষকদের কাছ থেকে কেন্দ্রীয় সরকার পেঁয়াজ কিনে নিয়েছে। সেই পেঁয়াজ দিল্লির পাইকারি বাজারে ৩০ টাকা দরে বিক্রি করলেও পশ্চিমবঙ্গে ৫০ টাকা দরে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। তবে সূত্রের খবর, এরই মাঝে একটি মেসেজের জেরে নাকি পেঁয়াজের দাম অনেকটাই কমেছে। সূত্রে খবর, নাসিকের ব্যবসায়ীদের কাছে একটি মেসেজ পৌঁছে গিয়েছে যেখানে বলা হয়েছে, ‘৯ থেকে ১৮ নভেম্বর দীপাবলি উপলক্ষে বাজার বন্ধ থাকবে।’ এরপরই একলাফে দাম কমেছে পেঁয়াজের। এদিকে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে রাজ্যে উৎপাদিত সুখ সাগর পেঁয়াজ বাজারে চলে আসবে বলে টাস্ক ফোর্স এর তরফে জানানো হয়েছে।

অন্যদিকে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি থেকে সাধারণ মানুষকে নিষ্কৃতি দিতে শনিবার থেকে রাজ্য সরকারের সুফল বাংলা স্টল গুলিতে সুলভ মূল্যে পেঁয়াজ বিক্রি করা শুরু হয়েছে। বিভিন্ন জেলার মোট ৪৭৮ টি সুফল বাংলার স্টল থেকে ৫৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করা শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে।

আরও পড়ুন- “সংসদ নতুন আইন করতে পারে, কিন্তু রায় বাতিল কখনোই নয়”: ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রধান বিচারপতির

Related articles

২০১১-এর পর সাড়ে পাঁচ গুণ আয় বেড়েছে রাজ্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

২০১১ সালের পর থেকে রাজ্যের আয় বেড়েছে সাড়ে পাঁচ গুণ। কমেছে বেকারত্ব। তৃণমূল ছাত্র পরিষদের(TMCP) প্রতিষ্ঠা দিবসে মেয়ো...

জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না একযোগে নিশানা

বাংলায় কথা বললেই বিজেপির রাজ্যে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে। পুশব্যাক করা হচ্ছে। ঘুরপথে এনআরসির চক্রান্ত চালানো হচ্ছে।...

প্রধানমন্ত্রীদের নিয়ে বই লিখছেন মমতা, প্রকাশ কবে জানালেন ছাত্র সমাবেশ থেকেই

শুধু তৃণমূল সুপ্রিমো বা বাংলায় তিনবারের মুখ্যমন্ত্রী নন, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সাতবারের সাংসদ চারবারের কেন্দ্রীয় মন্ত্রী। সেই...

Gold Silver Rate: আজ সোনা রুপোর দাম কত? জেনে নিন এক ঝলকে

২৮ অগাস্ট (বৃহস্পতিবার) ২০২৫১ গ্রাম ১০ গ্রামপাকা সোনার বাট ১০১৭০ ₹ ১০১৭০০ ₹ খুচরো পাকা সোনা ১০২২০...
Exit mobile version