Tuesday, November 4, 2025

BGBS-এর আগে শিক্ষা সম্মেলন, শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের আদর্শ বাংলা: মত আচার্য-উপাচার্যদের

Date:

প্রথমবার ক্ষমতায় এসেই রাজ্যে শিক্ষার মান উন্নয়নে জোর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উচ্চশিক্ষার প্রসারে বিশেষ নজর দেওয়া হয়। বিশ্ববঙ্গ বাণিজ‌্য সম্মেলনেও (BGBS) চালু হয়েছে এডুকেশন কনক্লেভ। ২১ নভেম্বর এ বছরের BGBS। সেখানেই হবে এডুকেশন কনক্লেভ। তার আগেই শনিবারই স্বভূমিতে হয়ে গেল তার মহড়া।

‘এডুকেশন সিম্পোজিয়াম’ শীর্ষক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)-সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আচার্য, উপাচার্যরা। ছিলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা একসুরে শিক্ষাক্ষেত্রে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ঢালাও প্রশংসা করেন। অনুষ্ঠানের সহযোগিতায় ছিল সিআইআই বা কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি।

 

অনুষ্ঠানে অন্যতম বিষয় ছিল ‘ওয়েস্ট বেঙ্গল: দ্য ইমার্জিং ডেস্টিনেশন অফ এডুকেশনাল ইনভেস্টমেন্ট’। শিক্ষাক্ষেত্রে এই রাজ্য যে বিনিয়োগকারীদের গন্তব্য হয়ে উঠেছে এই অনুষ্ঠানে তা তুলে ধরেন আমন্ত্রিত বক্তারা। শিক্ষাক্ষেত্রে বাংলার ঐতিহ্যের দিকটিও তুলে ধরেন বক্তারা। অনুষ্ঠানে উপস্থিত অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা শিক্ষাবিদ সমিত রায়ও রাজ্য সরকারকে প্রশংসায় ভরিয়ে দেন। তিনি বলেন, স্কুলছুট মানেই আমাদের ভবিষ্যতের মেধাকে হারানো। তাই যে কোনও মূল্যে স্কুলছুট আটকাতে হবে। এ ছাড়াও  উচ্চশিক্ষার ক্ষেত্রে রাজ্য সরকারের প্রশংসা করেন। সভায় ভার্চুয়ালিও যোগ দেন একাধিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এগিয়ে থাকা বাংলায় শিক্ষাক্ষেত্রে বিনিয়োগের আদর্শ স্থান বলে মত তাঁদের।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version