ইডেনে ‘মাইলস্টোন সেঞ্চুরি’! কোহলিকে উপহার সিএবি-র, অভিভূত ‘নায়ক’

ঠিক ১৪ বছর আগে এই ইডেন গার্ডেন্সেই জীবনের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করেছিলেন। সেটা একদিনের ক্রিকেটেই। সেই ইডেনেই শচীন তেন্ডুলকরের রেকর্ড ছোঁয়া কেরিয়ারের ৪৯তম ওয়ান ডে সেঞ্চুরিটাও এল। তাও আবার নিজের ৩৫তম জন্মদিনে। বিরাটকে জন্মদিনের উপহার দেওয়ার পরিকল্পনাটা আগেই নিয়েছিল সিএবি। মাইলস্টোন সেঞ্চুরিতে সিএবি-র উপহারের গুরুত্বটাও যেন কয়েকগুণ বেড়ে যায়।

ম্যাচ শেষে ইডেনের ড্রেসিংরুমে গিয়ে বিরাটের হাতে জন্মদিনের উপহার হিসেবে সোনার জল করা বিশেষ স্মারক ব্যাট উপহার দেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। ছিলেন অন্যান্য কর্তারাও। সোনার ব্যাটে লেখা বিরাটের ৩৫ বয়স সংখ্যা। সিএবি-র উপহার দেওয়া কেক কাটেন বিরাট। ইডেনের ভালবাসা ও উপহার পেয়ে আপ্লুত নায়ক। ভারতের জয় দেখার পাশাপাশি বিরাট কীর্তির আশায় ইডেনের গ্যালারি ভরিয়েছিলেন ভক্তরা। দর্শকদের অনেকের মুখেই দেখা গিয়েছে বিরাট মুখোশ। জোড়া প্রত্যাশাপূরণে উৎসব তাই রঙিন। রাতের আতসবাজির রোশনাইয়ে মায়াবী ইডেন। বিরাট মায়াও।

আরও পড়ুন- সোমবার শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের কাউন্সেলিং, নতুন নিয়োগ নিয়ে সতর্ক SSC

Previous articleছেলেবেলার স্বপ্নপূরণ, আমি সচিন হতে পারব না: রেকর্ড ছুঁয়ে ইডেনে আবেগঘন বিরাট
Next articleএকনজরে আজকের পেট্রোল-ডিজেলের দাম