Tuesday, November 4, 2025

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চেয়ারম্যান এস সোমনাথের (ISRO Chairman S Somnath)আত্মজীবনী প্রকাশ নিয়ে ক্রমাগত বাড়ছে বিতর্ক। সম্প্রতি চন্দ্রযান-৩ (Chandrayaan 3)মিশনের অভূতপূর্ব সাফল্যের পর শিরোনামে ইসরো (ISRO)প্রধান। তাঁর কর্মময় জীবনের নানা অধ্যায়কে বইয়ের পাতায় ধরতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল। শনিবার সোমনাথ (S Somnath) জানান, তাঁর আত্মজীবনী ‘নিলাভু কুদিচা সিমহঙ্গল’ এখন প্রকাশ পাচ্ছে না। আসলে এই আত্মজীবনীতে তিনি দাবি করেছেন, ইসরো প্রধান হওয়ার পথে নানা প্রতিবন্ধকতার মুখে পড়েছিলেন। এমনকি প্রাক্তন চেয়ারম্যান কে শিবান তাঁর উন্নতিতে নানা বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন বলে জানা যায়। এরপরই বিতর্ক বাড়ে, তাই কিছুটা চাপের মুখে হলেও এবার সিদ্ধান্ত বদল!

জানা যাচ্ছে এস সোমনাথের আত্মজীবনীতে চন্দ্রযান-৩ এর সাফল্য নিয়ে যেমন কথা আছে তেমনই অসফলতা নিয়েও একাধিক অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে। চন্দ্রযান-২ মিশনের ব্যর্থতার কারণ ব্য়াখ্যা করে তিনি লেখেন যে তাড়াহুড়ো করতে গিয়ে প্রয়োজনীয় পরীক্ষাগুলি না করেই চন্দ্রযান-২ উৎক্ষেপণ করা হয়, তাই চাঁদের মাটি ছোঁয়ার আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নাম না করে কি তিনি প্রাক্তন প্রধানের দিকে আঙুল তোলেন? সোমনাথ অবশ্য বলেছেন সব প্রতিষ্ঠানেই উত্তরণের ক্ষেত্রে একাধিক বাধার সম্মুখীন হতে হয়। তাঁর ক্ষেত্রেও এমনটা হয়েছে। এরপরই ইসরোর প্রাক্তন প্রধান কে শিবনও তাঁর পদোন্নতি আটকানোর চেষ্টা করেছিলেন বলে তিনি দাবি করেন! যদিও এর প্রেক্ষিতে সোমনাথ বলছেন, “কোনও একটি উঁচু জায়গায় পৌঁছতে গেলে প্রতিটি মানুষকেই নানা ধরনের চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হয়। আমি কেবল নির্দিষ্ট একটা পয়েন্ট তুলে ধরেছিলাম। কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাইনি। আমি আত্মজীবনীর মাধ্যমে তাদেরকে আরও উদ্বুদ্ধ করতে চেয়েছিলাম, যারা জীবনের নানা প্রতিবন্ধকতার সঙ্গে লড়ে সাফল্য অর্জন করেছেন। কাউকে সমালোচনা করার জন্য বই লিখিনি আমি।” শিবান অবশ্য এই নিয়ে কোনও মন্তব্য করেননি।

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version