আজ রবিবার ৫ নভেম্বর। জীবনের ৩৪টা বসন্ত পার করলেন বিরাট কোহলি। এদিনই তাঁর ৩৫তম জন্মদিন। এদিনই আবার বিশ্বকাপের ময়দানে রয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা হাইভোল্টেজ ম্যাচ । তার আগে বিরাটকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এদিনই কলকাতায় ইডেন গার্ডেন্সে বিশ্বকাপের ম্যাচ খেলতে নামছেন বিরাট।জানা গিয়েছে, জন্মদিন পালনের জন্য নানা পরিকল্পনা থাকলেও বিভিন্ন কারণে তা করা সম্ভব হচ্ছে না। তবু এখনও পর্যন্ত বিশ্বকাপে অপরাজেয় ভারতের অন্যতম কান্ডারী ‘কিং কোহলির’ আর্বিভাব দিবস জয় দিয়েই সেলিব্রেট করতে মুখিয়ে রয়েছে তিলোত্তমা।

এদিন এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, ‘আমার খুব খুশি লাগছে যে কিংবদন্তী ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি তাঁর জন্মদিনে কলকাতায় রয়েছেন। একইদিনে তিনি একটি ঐতিহাসিক ম্যাচও খেলতে চলছেন। বিরাটকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তাঁর ও তাঁর পরিবারের সাফল্য কামনা করি।’ এই পোস্টের সঙ্গেই টুইটারে বিরাটের একটি ছবিও পোস্ট করেছেন মমতা।
এর আগে জন্মদিনে বিরাট কলকাতায় এমন গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছেন কি না, তা খতিয়ে দেকার বিষয়। তবে বিরাট, ভারতীয় ক্রিকেট দল এবং রবিবারের কার্যত ফাইনাল ম্যাচ ঘিরে যে উন্মাদনা, তাতে মধ্যরাতে শুভেচ্ছা পোস্ট এবং শহরকে হোর্ডিংময় করাটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে তো কর্তব্যই। এমনটাই মনে করছেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। তিনি বলেন, এই সময়ে ভারতের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটার আমাদের রাজ্যে। আমাদের শহরে খেলতে নামবেন তাঁর জন্মদিনে। ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শুভেচ্ছা জানানোটাই তো উচিত। রাজনীতিকে দূরে রেখেই বিষয়টা দেখা উচিত।

এদিন ইডেনে দুপুর ২টো থেকে মুখোমুখি হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা। এখনও পর্যন্ত দুই দলই বিশ্বকাপের মঞ্চে যে ফর্মে রয়েছে তাতে এই ম্যাচকেই অনেকে বলছেন এ বারের বিশ্বকাপের ‘ফাইনাল’। ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে গোটা শহরে। টিকিট নিয়ে দেদার আসছে কালোবাজারির অভিযোগ। অন্যদিকে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকার লড়াই রোহিত শর্মা ও তেম্বা বাভুমার দলের। এখন দেখার এই ম্যাচে কতটা জ্বলে ওঠেন বিরাট।
