Saturday, November 1, 2025

ভ.য়াবহ পথ দু.র্ঘটনা ঠাকুরপুকুরে! সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে চূড়ান্ত হ.য়রানি নিত্যযাত্রীদের

Date:

সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনেই ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী শহর কলকাতা (Kolkata)। সোমবার সকালে বেহালার (Behala) ঠাকুরপুকুরে (Thakurpukur) নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায় ২৩৫ নম্বর রুটের একটি যাত্রীবাহী বাস (Passenger Bus)। আর তার পিছনেই ছিল একটি লাক্সারি বাস (Luxury Bus)। নিয়ন্ত্রণ হারিয়ে লাক্সারি বাসটি যাত্রীবাহী বাসের পিছনে ধাক্কা মারে। সোমবার সকালে ব্যস্ত সময়ে বেহালার ঠাকুরপুকুরে ভয়াবহ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২১ জন। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পাশাপাশি রাস্তার ধারেই পসরা সাজিয়ে বসেছিলেন এক ফল ব্যবসায়ী। বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন তিনি। তাঁর অবস্থা গুরুতর বলেই হাসপাতাল সূত্রে খবর।

তবে এদিনের দুর্ঘটনায় দুটি বাসেরই সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে বলে খবর। এদিন দুর্ঘটনা নজরে আসতেই স্থানীয় বাসিন্দা ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ২৩৫ নম্বর রুটের একটি বাস তারাতলা থেকে পৈলানের দিকে যাচ্ছিল। ঠাকুরপুকুর ৩ এ বাসস্ট্যান্ডের কাছে আচমকাই ওই বাসের পিছনে একটা লাক্সারি বাস এসে ধাক্কা মারে। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি সামনে থাকা একটি প্রাইভেট গাড়ি ও একটি পুলিশের গাড়িকে ধাক্কা মারে বাসটি। তারপর ডিভাইডারে ওঠে পড়ে।

এদিকে রাস্তার ধারে একজন ফল ব্যবসায়ী ছিলেন। সেখানে একজন ব্যক্তি ফল কিনছিলেন। বাসের ধাক্কায় তাঁরা গুরুতর আহত হন বলে খবর। পাশাপাশি ওই এলাকাতেই কালীপুজোর প্যান্ডেল বাঁধার কাজ চলছিল। সেখানেও বেশ কয়েকজন ছিলেন। তাঁরাও আহত হন। এখনও পর্যন্ত ২১ জনের আহত হওয়ার খবর মিলেছে।

 

 

 

Related articles

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...
Exit mobile version