Friday, November 21, 2025

চিন্তা বাড়াচ্ছে দিল্লি! দূষণ নিয়ন্ত্রণে উচ্চপর্যায়ের বৈঠকের ডাক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের

Date:

Share post:

রবিবারই দিল্লির দূষণের (Delhi Pollution) আসল ছবি প্রকাশ্যে এসেছিল। জানা গিয়েছে, বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় নাম উঠে এসেছে রাজধানী শহরের। আর এমন রিপোর্ট সামনে আসতেই চোখ কপালে উঠেছে দেশবাসীর। তবে সময় যত গড়াচ্ছে দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার লক্ষণ তো নেইই, উল্টে সোমবার দিল্লিতে দূষণের মাত্রা আরও বৃদ্ধি পেয়েছে। রবিবার সকালে দিল্লির বাতাসের গুণগত মান ছিল ৪৬০। সোমবার সকালে সেই মাত্রা ৪৮৮ ছুঁয়েছে। কিন্তু এখন কী করলে দূষণের মাত্রাকে কমানো যায়, তার উপায় খুঁজতে সোমবারই উচ্চপর্যায়ের বৈঠকে বসতে চলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। দুপুর ১২টা থেকে এই বৈঠক শুরু হওয়ার কথা।

উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই দিল্লির বাতাসের গুণগত মান ‘অত্যন্ত ভয়ানক’ পর্যায়ে রয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, শ্বাসকষ্ট, চোখ জ্বালার মতো উপসর্গ দেখা দিচ্ছে। পরিবেশবিদরা জানাচ্ছেন, দিল্লিতে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাতে শুধু মানুষের উপরই প্রভাব পড়ছে না, পশুপাখিদের উপর প্রভাব পড়তে শুরু করেছে। ইতিমধ্যে, দিল্লি পুরনিগম দূষণ পরিস্থিতি আয়ত্তে আনতে ৫১৭টি নজরদারি দল গঠন করেছে। ১,১১৯ জন আধিকারিককে রাজধানীর বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে। রাস্তায় জল ছেটানো হচ্ছে। স্মগ গান দিয়ে ধোঁয়াশা কাটানোর ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু তাতেও লাভের লাভ কিছুই হচ্ছে না।

এদিকে দূষণ পরিস্থিতি আরও খারাপ হওয়ায় দিল্লির প্রাথমিক স্কুলগুলি ১০ নভেম্বর পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। এর আগে কেবল ৩ এবং ৪ নভেম্বর রাজধানীর সমস্ত প্রাথমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস হবে বলে জানানো হয়েছে। ওই ক্লাসগুলি অনলাইনে করার বিকল্প ব্যবস্থা রাখা হয়েছে বলে খবর।

 

 

 

 

spot_img

Related articles

শ্রম আইনগুলির সরলীকরণ-সুবিধাজনক করতে ৪টি শ্রমবিধি রূপায়ণের ঘোষণা কেন্দ্রের

কেন্দ্রীয় সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত। চারটি শ্রমবিধি (Labour Laws) রূপায়ণ ঘোষণা। বিধিগুলি হল মজুরি বিধি ২০১৯, শিল্প সম্পর্ক বিধি...

সুপার ওভারে নাটকীয় ম্যাচ, বৈভবের দুরন্ত ইনিংসেও ভারতের স্বপ্নভঙ্গ

ক্রিকেটের পর ফুটবল, ফের বাংলাদেশের কাছে হার ভারতের।  এশিয়া রাইজিং স্টার্স কাপ ২০২৫(Rising Stars Asia Cup 2025) থেকে...

বহরমপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে উদ্ধার বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গ্রেফতার মহিলা!

শীতের সকালের হালকা কুয়াশাকে আড়াল করে আগ্নেয়াস্ত্র পাচারের চেষ্টা—শেষমেশ সেই চক্রের দুই সদস্যকে পাকড়াও করল বহরমপুর থানার পুলিশ।...

ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের বিরোধী নয় ফেডারেশন: জানালেন স্বরূপ-রাহুল-পাভেলরা

ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ও ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের বিরোধী নয় ফেডারেশন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে অপপ্রচার চলছে তা...