Monday, November 17, 2025

চলমান ক‍্যামেরায় এল সেরা ফিল্ডারের নাম, পুরস্কার ঘোষণায় ফের চমক টিম ইন্ডিয়ার

Date:

চলতি বিশ্বকাপে নতুন একটি পুরস্কার নিয়ে এসেছে ভারতীয় টিম ম‍্যানেজমেন্ট। ভারতের প্রতি ম‍্যাচের শেষে সেরা ফিল্ডারের পুরস্কার এনেছে ভারতীয় দল। চলতি বিশ্বকাপে ভারতের সব ম্যাচের মতো রবিবার ইডেনে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পরেও ঘোষণা করা হল দলের সেরা ফিল্ডারের নাম। এবারও নাম ঘোষণায় চমক আনলেন দলের ফিল্ডিং কোচ টি দিলীপ। এবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেরা ফিল্ডারের পুরস্কার পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। আর নিজের নাম শুনেই লজ্জা পেয়ে গেলেন ভারত অধিনায়ক। লুকোলেন মুখ।

এদিন বিসিসিআই যে ভিডিও পোস্ট করেছে, তাতে দেখা যাচ্ছে, দলের ফিল্ডিং কোচ দিলীপ বলেন,”আমি প্রথম থেকেই বলেছি শুধুমাত্র একটা বা দুটো ক্যাচ নয়, আমরা গোটা ম্যাচ জুড়ে ফিল্ডিংয়ের দিকে নজর রাখছি। দলের সবাই ভাল ফিল্ডিং করছে। সবাই নিজের সেরাটা দিচ্ছে। সেটাই আমার সব থেকে ভাল লাগছে। প্রতিটা ম্যাচেই কয়েক জন নজর কাড়ে। এই ম্যাচে সূর্যকুমার যাদব, কে এল রাহুল, বিরাট কোহলি খুব ভাল ফিল্ডিং করেছে। তবে আর একজনের নাম বলতেই হয়। রোহিত শর্মা। ও সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। মাঠে বল বাঁচাতে ঝাঁপিয়েছে। এই ম্যাচে এই চার জনের মধ্যেই একজন মেডেল পাবে।”সাজঘরে দিলীপের মুখে নিজের নাম শুনে অবাক হয়ে যান রোহিত। বাকিরা যখন হাততালি দিচ্ছেন, তখন রোহিত লজ্জা পেয়ে যান। এরপর গোটা দলকে নিয়ে সাজঘর থেকে বেরিয়ে বাউন্ডারির ধারে আসেন দিলীপ। সেখানে সবাইকে চমকে দিয়ে হাজির হয় চাকা লাগানো একটি ক্যামেরা। সেই ক্যামেরা একে একে চার জনের দিকে ঘুরতে শুরু করে। যার দিকে ঘুরে ক্যামেরা থেমে যাবে সেই জিতবে। অবশেষে রোহিতের দিকে ঘুরে ক্যামেরা থেমে যায়। তিনি সেরা ফিল্ডারের পুরস্কার পান। টুপি দিয়ে মুখ ঢাকেন তিনি।

এর আগে ফিল্ডারের পুরস্কার পেয়েছেন বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর। দু’বার করে সেরা ফিল্ডারের পুরস্কার পেয়েছেন রাহুল এবং শ্রেয়স।

আরও পড়ুন:ম‍্যাচ শেষে বিরাট সেলিব্রেশনে মাতেন কোহলি-জাড্ডুরা, ভাইরাল ভিডিও

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version