Wednesday, November 12, 2025

গাজায় ইজরায়েলের আগ্রাসন রুখতে ভারতকে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগের আর্জি ইরানের

Date:

‘গাজার মাটিতে ইজরায়েলের আগ্রাসন রুখতে সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করুক ভারত’। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এমনই আবেদন জানালেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন ইরানের প্রেসিডেন্ট। সেখানে বিদেশি উপনিবেশবাদের বিরুদ্ধে ভারতের সংগ্রামের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ভারত তাদের স্বাধীনতা অর্জনের জন্য যে সংগ্রাম করেছিল, ঠিক একইভাবে গাজার নিপীড়িত জনগণের বিরুদ্ধে ইহুদিবাদীদের নির্যাতন বন্ধে ভারতের উচিত তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা।

ভারতের প্রশংসা করে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন, পশ্চিমী দেশগুলি জোট করলেও, ভারত সেখানে নিজেদের অবস্থান সম্পূর্ণ বিচ্ছিন্ন রেখেছে। সেই জোটে না থেকে ভারত নিজেদের অবস্থান বুঝিয়ে দিয়েছে গোটা বিশ্বের সামনে। সেই কারণে ভারতের উচিত এবার ইজরায়েলের আগ্রাসন বন্ধ করতে সমস্ত ক্ষমতা প্রয়োগের। গাজার মানুষের সঙ্গে যা হচ্ছে, তা বন্ধ করতে বিশ্বের যে কোনও দেশ যদি চেষ্টা চালায়, তাহলে তেহরান তার সঙ্গে রয়েছে। পাশাপাশি তিনি আরও জানান, নারী ও শিশু, হাসপাতাল, স্কুল, উপাসনালয় এবং সাধারণ মানুষের ঘর-বাড়িতে হামলা শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধ দমনে এবং নিজেদের রক্ষা ও স্বাধীনতার জন্য ফিলিস্তিনিদের এ আন্দোলনে সারাবিশ্বের উচিত তাদের পাশে দাঁড়ানো।

এই ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে নরেন্দ্র মোদি বলেন, মানবিক সহায়তার অব্যাহত রাখতে এবং এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা দ্রুত পুনরুদ্ধারের জোর দিচ্ছে ভারত। উল্লেখ্য, এর আগে গত শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংযুক্ত আরব আমিরাতের প্রসিডেন্ট মোহাম্মাদ বিন জায়েদের সাথে কথা বলেছেন। যেখানে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধে ক্রমবর্ধমান বেসামরিক মানুষের প্রাণহানির বিষয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন।

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version