Monday, August 25, 2025

ক্যাশের বিনিময়ে প্রশ্ন নিয়ে মহুয়ার (Mahua Moitra)বিরুদ্ধে সরব লোকসভার এথিক্স কমিটি। গত ২ নভেম্বরের বৈঠকে অভব্য আচরণ এবং অনৈতিক প্রশ্ন করা হয় কৃষ্ণনগরের তৃণমূল সাংসদকে (Krishnanagar MP)। বৈঠকে অপমানজনক ব্যক্তিগত প্রশ্ন, যার জেরেই বৈঠক থেকে ওয়াকআউট করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র(Mahua Maitra)। এথিক্স কমিটির বৈঠকে তুমুল বাকবিতণ্ডার পর শুধু মহুয়া নন, তাঁর সঙ্গে বৈঠক থেকে ওয়াক আউট করেন বিরোধী সাংসদরাও। এরপর আজ মঙ্গলবার এই বৈঠক বসার কথা হলেও বিশেষ কারণে তা মুলতুবি করে আগামী ৯ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার হবে বলে জানানো হয়েছে। এবার সেই বৈঠক নিয়ে ফের তোপ দাগলেন মহুয়া। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘নীতি মেনে কোনও খসড়া পেশ করা হয়নি। অথচ তা গ্রহণ করা হবে ৯ নভেম্বরের বৈঠকে। সেদিন কংগ্রেসের সাংসদের মনোনয়ন পেশের দিন রয়েছে। তিনি (উত্তম রেড্ডি) থাকতে পারবেন না জেনেই পিছিয়ে দেওয়া হয়েছে বৈঠক।’

গত বৃহস্পতিবারই এথিক্স কমিটির বৈঠক থেকে বেরিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন সাংসদ। লোকসভার স্পিকারকে পাঠানো বিস্ফোরক চিঠিতে বৃহস্পতিবারের এথিক্স কমিটির বৈঠককে “প্রবচনমূলক বস্ত্রহরণ” হিসাবে বর্ণনা করেছেন মহুয়া। এদিন তোপ দেগে তিনি বলেন, বিজেপি জোটসঙ্গীদের ফোন করছে, যাতে তাঁরা উপস্থিত থাকেন এবং সংখ্যাগরিষ্ঠতা পেয়ে খসড়া গৃহীত হয়। মধ্যপ্রদেশের রাজ্য সভাপতিকে উড়িয়ে আনতে চার্টার্ড বিমানের ব্যবস্থাও করা হয়েছে। তাহলে কি মোদি ভয় পাচ্ছেন? কটাক্ষ করেছেন মহুয়া।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version