Monday, November 17, 2025

রাজ্যপালরা সুপ্রিম পর্যবেক্ষণ মানবেন: আনন্দ বোসকে নি.শানা করে মন্তব্য স্পিকার বিমানের

Date:

রাজ্যপালদের আচরণে রীতিমতো ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট (Supreme Court)। রাজ্যপালের বিরুদ্ধে ইচ্ছেমতো বিল আটকে রাখার অভিযোগ প্রসঙ্গে শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, “আপনি নির্বাচিত জনপ্রতিনিধি নন। রাজ্যপালদের এই সত্যিটা ভুলে যাওয়া উচিত নয়।” বিল অনুমোদনে বিলম্ব নিয়ে আম আদমি পার্টি সরকারের দায়ের করা মামলায় সোমবার পাঞ্জাবের রাজ্যপাল বনওয়ারিলাল পুরোহিতকে হুঁশিয়ারি দেয় শীর্ষ আদালত। সেই উদাহরণ তুলে ধরেই এদিন বাংলার রাজ্যপালকে নিশানা করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)।

বিধানসভায় পাশ হওয়া একগুচ্ছ বিলে স্বাক্ষর না করে ফেলে রেখেছেন আনন্দ বোস। শীর্ষ আদালতের প্রসঙ্গ টেনে বিমান বন্দ্যোপাধ্যায়কে (Biman Banerjee) প্রশ্ন করা হলে তিনি বলেন, “আশা করি রাজ্যপালরা এই পর্যবেক্ষণ মানবেন।”

 

স্পিকার জানান, ক্ষমতায় আসার পর থেকে তৃণমূল সরকারের মোট ২২টি বিল আটকে রয়েছে রাজভবনে। বিমান বন্দ্যোপাধ্যায়ের মতে, ”বিল আটকে রাখার এক্তিয়ার নেই রাজ্যপালের। আশা করি সুপ্রিম কোর্টের (Supreme Court) পর্যবেক্ষণ সব রাজ্যপালরা মানবেন।” বর্তমান রাজ্যপাল আনন্দ বোসের কাছেই সবচেয়ে বেশি বিল আটকে আছে বলেও অভিযোগ করেন স্পিকার।

 

২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনটি বিল পড়েছিল রাজভবনে, ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত ৪টি বিলে স্বাক্ষর করেননি তৎকালীন রাজ্যপাল। আর ২০২১ থেকে এখনও পর্যন্ত আরও ১৫টি বিল পড়ে রাজভবনে। সব মিলিয়ে ২২টি বিল বলে জানান স্পিকার। আনন্দ বোস জমানায় আটকে আছে ৬টি বিল। এই খতিয়ান তুলে ধরেই রাজ্যপালকে নিশানা করেন বিমান বন্দ্যোপাধ্যায়। বলেন, ”উনি তো অনেক লোক নিয়োগ করছেন। বিল-এর ত্রুটি বিচ্যুতি দেখার জন্যও লোক নিয়োগ করা উচিত। ওঁর সংশয় যদি কিছু থাকে আমাদের মতামত নিতে পারেন। জনগণের জন্য বিল পেশ করা হয় বিধানসভায়। সেই বিধানসভাকে মর্যাদা দিতে হবে রাজ্যপালকে।”

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version