Wednesday, August 27, 2025

বিদ্যুতের তারে জড়ালো শাহের রথের চূড়া, বড় বিপদ থেকে কপাল জোরে বাঁচলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Date:

বড় বিপদ থেকে কপাল জোরে রক্ষা পেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার রাজস্থানে ভোট প্রচারে গিয়ে এটি বিদ্যুতের তারের সংস্পর্শে এলো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর রথ। এতে চড়েই রাজস্থানের নাগৌরে নির্বাচনী প্রচার ছাড়ছিলেন শাহ। তখনই রথের ওপরের অংশটি তারের সঙ্গে ধাক্কাও লাগে।

মঙ্গলবার শাহের রথ বিদিয়াড় গ্রাম থেকে পর্বতসারের দিকে যাচ্ছিল। পার্বতসরে একটি জলবহুল এলাকা দিয়ে যাওয়ার সময় ঘটনাটি ঘটে। ওই রাস্তার দুই পাশে ছিল দোকান ও বাড়িঘর। গলি দিয়ে যাওয়ার সময়, তার ‘রথ’ এর উপরের অংশটি বিদ্যুতের তার স্পর্শ করে। এরপরই সেখান থেকে একটি স্পার্কও হয়। তারপর ছিঁড়ে যায় তারটি। দুর্ঘটনার পর কনভয়ে থাকা লোকজনের মধ্যেও আতঙ্ক ছড়ায়। সেই ঘটনার ভিডিও অনলাইনে প্রকাশ্যে এসেছে সম্প্রতি। গোটা ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

এই ঘটনা প্রসঙ্গে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানান, ঘটনার তদন্ত করা হবে। তবে দুর্ঘটনা ঘটলেও প্রচার থামার আমি শাহ। দুর্ঘটনার জেরে সেই সময় শাহের ‘রথের’ পেছনে থাকা অন্যান্য যানবাহন সঙ্গে সঙ্গে থেমে যায় এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়। অমিত শাহ তখন অন্য গাড়িতে উঠে যান। তারপর তিনি পার্বতসরে যান এবং সমাবেশে ভাষণ দেন। তবে এই ধরনের ঘটনা যে বেশ বিপদজনক তা স্বীকার করে নিচ্ছেন বিশেষজ্ঞরা। গত বছর রথের সময় এভাবেই বিদ্যুৎ স্পর্শ হয়ে এক ডজন মানুষের প্রাণ গিয়েছিল ত্রিপুরায়।

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version