Monday, August 25, 2025

ইডেনের বাজির শব্দে পুলিশ ঘোড়ার মৃত্যু, অভ্যন্তরীণ অনুসন্ধান কলকাতা পুলিশের

Date:

ইডেন গার্ডেন্সে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ শেষে শব্দবাজির দাপটে কলকাতা মাউন্টেন পুলিশের একটিঘোড়ার মৃত্যুতে এবার নড়চড়ে বসল লালবাজার। কেন প্রাণীটির আচমকা মৃত্যু হল? সেই উত্তর খুঁজতেই এবার অভ্যন্তরীণ অনুসন্ধানের সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ।

আজ, বুধবার ঘোড়াটির ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট লালবাজারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মাউন্টেড পুলিশকে। সেই রিপোর্ট বিশ্লেষণ করবেন কলকাতা পুলিশের পশু চিকিৎসক। তারপর তদন্ত নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে। যদিও বাজি ফাটানো নিয়ে মঙ্গলবার পর্যন্ত কোনও মামলা রুজু করেনি লালবাজার।

লালবাজারের তরফে জানানো হয়েছে, বাজির বিকট শব্দে ঘোড়া ভয় পায় কেন, তা মূল্যায়ন করা হবে। ভবিষ্যতে ময়দানে কোনও ম্যাচ চলাকালীন আতসবাজি ফাটলে যাতে অবলা প্রাণীরা আতঙ্কিত হয়ে না পড়ে, তার জন্য বিশেষ ট্রেনিং দেওয়ার ভাবনাচিন্তা শুরু করছে পুলিশ।

অন্যদিকে প্রশ্ন উঠছে, ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের শেষে যে বাজি ফাটানো হয়েছে, তা কি পরিবেশবান্ধব ছিল? এ প্রসঙ্গে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) পান্ডে সন্তোষকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ইডেনের বাজি পরীক্ষা করা হয়নি। সেই বাজি আদৌ পরিবেশবান্ধব ছিল কি না, সে ব্যাপারে পুলিশ নিশ্চিত নয়।

 

Related articles

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...
Exit mobile version