Tuesday, November 4, 2025

মহিলাদের নিয়ে ‘কু.রুচিকর’ মন্তব্যের জের! ক্ষমা চাইলেও বি.তর্ক পিছু ছাড়ছে না নীতীশের

Date:

মঙ্গলবারই বিধানসভায় (Assembly) মহিলাদের (Women) নিয়ে কুরুচিকর মন্তব্য করে চরম সমালোচিত হয়েছিলেন। এবার চাপে পড়েই নিজের বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বাধ্য হলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। বুধবার বিধানসভায় (Assembly) মুখ্যমন্ত্রী নিজেই ক্ষমা চেয়েছেন বলে জানা গিয়েছে। নীতীশের সাফাই, আমি যা মন্তব্য করেছি, তা ফেরত নিচ্ছি। এমনিই কথাগুলো বলে ফেলেছিলাম। আমার কথার ভুল অর্থ বের করা হয়েছে। আমি মহিলাদের শিক্ষার কথা বলেছিলাম। কিন্তু আমার কথায় কারও আঘাত লেগে থাকলে আমি ক্ষমা চাইছি।

উল্লেখ্য, মঙ্গলবারই বিধানসভায় দাঁড়িয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে নারী শিক্ষা প্রসঙ্গে এমনটাই বলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। আর যার জেরে বিজেপি সহ বিরোধীদের চরম সমালোচনার মুখে পড়তে হয় বিহারের মুখ্যমন্ত্রীকে। পাশাপাশি নীতীশের মন্তব্যকে “অশ্লীল” এবং “অপমানজনক” বলে বর্ণনা করে বিরোধী শিবির। তবে যা হওয়ার তা ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এদিন নীতীশ সবার সামনে ক্ষমা চাইলেও বিতর্ক থামছে না। মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি থেকে শুরু করে বিজেপি নেতারা সবাই মুখ্যমন্ত্রী নীতীশের বিরুদ্ধে সুর চড়াচ্ছেন। পাশাপাশি মহিলাদের যে জঘন্য ভাষায় তাঁকে আক্রমণ করা হয়েছে, তার তীব্র নিন্দা করে অবিলম্বে নীতীশের পদত্যাগ দাবি করছেন বিজেপি নেতা বিজয় সিনহা। অন্যদিকে, দিল্লি কমিশন ফর উইমেনস-র চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালও বিহারের মুখ্যমন্ত্রীর ‘কুরুচিকর’ মন্তব্যের জেরে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবি জানান। তারপরই নিজের করা মন্তব্যের জন্য অবশেষে ক্ষমা চাইতে বাধ্য হন নীতীশ কুমার।

উল্লেখ্য, মঙ্গলবারই নীতীশ কুমার বলেন, পুরুষরা রোজ রাতে করে…। আর তাতেই আরও বেশি বাচ্চার জন্ম হয়। কিন্তু যদি মেয়েরা পড়াশোনা করে, তাহলে সে জানবে যে শেষে ভিতরে ঢুকিও না। বাইরে করে দাও। আপনারাই বুঝে নিন…।” এরপরই যোগ করেন, এর আগে জন্মের হার ৪.৩ ছিল, যা বর্তমানে কমে ২.৯ হয়েছে। খুব তাড়াতাড়ি তা ২-এ নেমে যাবে। আর নীতীশের এমন মন্তব্যকে কেন্দ্র করেই বিতর্কের ঝড় ওঠে সব মহলেই।

 

 

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version