Thursday, August 28, 2025

৪২১ AQI: গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, দূষণের ঝুঁকিতে মুম্বইও

Date:

কোন পরিবর্তন নেই রাজধানী দিল্লির বরং উত্তরোত্তর আরও খারাপের দিকে যাচ্ছে। গতকালই দিল্লির দূষণ নিয়ে পড়শি রাজ্যগুলিকে সতর্ক করেছিল সুপ্রিম কোর্ট। এরপর বুধবার সকাল ৭টা নাগাদ দেখা গেল বাতাসের গুণগত মান ছিল ৪২১ AQI। দিল্লির পাশাপাশি দূষণের জেরে অত্যন্ত ঝুঁকির মুখে রয়েছে মুম্বাই শহর। বায়ু দূষণের এই ভয়াবহ অবস্থার কথা মাথায় রেখে হাসপাতাল গুলিতে বিশেষ রেসপিরেটরি ICU বা শ্বাসযন্ত্রজনিত জরুরি বিভাগ খোলা হয়েছে বলে জানা গিয়েছে।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুযায়ী, বুধবার দিল্লি ও পার্শ্ববর্তী এলাকার মধ্যে বাতাসের গুণগত মান সবচেয়ে খারাপ গ্রেটার নয়ডায়। পরিস্থিতি উদ্বেগজনক লোধি রোড, জেএলএন স্টেডিয়াম, সিরি ফোর্ট, অরবিন্দ মার্গ এবং ডিলশাদ গার্ডেন এলাকায়। এর মধ্যেই দূষণের ঝুঁকিতে মুম্বইও। সেন্ট্রাল মুম্বইয়ের পারেলে অবস্থিত গ্লোবাল হসপিটাল বিশেষ রেসপিরেটরি ICU খুলল। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ছয় মাসে শ্বাসযন্ত্রজনিত সমস্যার রোগী বাড়ছে বাণিজ্য নগরীতে। দূষণের কারণে ভবিষ্যতে তা আরও বাড়বে বলেই মনে করছেন চিকিৎসকরা। এদিকে দূষণ রুখতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ নিয়েছে দিল্লির সরকার। যেগুলি হল, ১. ফিরছে জোড়-বিজোড় নম্বর-প্লেটের গাড়ির বিধি। ২. রাজধানীতে ঢোকা মানা ভিন রাজ্যের ডিজেল চালিত গাড়ির। ৩. সমস্ত ধরনের নির্মাণকাজে অনির্দিষ্টলের নিষেধাজ্ঞা। ৪. BS3 পেট্রল এবং BS4 ডিজেল গাড়িতেও নিষেধ। ৫. সব রকমের আতসবাজি পোড়ানোয় নিষেধাজ্ঞা। ৬. বেসরকারি সংস্থায় ৫০ শতাংশ কর্মী কাজ করবে ওয়ার্ক ফ্রম হোম পদ্ধতিতে। এবং ৭. দূষণের জেরে ১০ নভেম্বর অবধি বন্ধ সব স্কুল।

তবে শুধু দিল্লি নয়, উদ্বেগ জনক ভাবে বায়ুদূষণ বেড়েছে মুম্বইতেও। বুধবার সকালে মুম্বাইয়ের AQI ছিল ১৬৫। উল্লেখ্য, গত রবিবার বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় দিল্লি যেমন শীর্ষে ছিল, মুম্বই ছিল ষষ্ঠ স্থানে। পরিবেশবিদ এবং চিকিৎসকরা জানাচ্ছেন, মুম্বইয়ের অবস্থাও দিল্লির মতো হতে পারত। সমুদ্র বাঁচিয়ে দিচ্ছি মারাঠা শহরকে। হওয়ার দাপটের কারণেই নিয়ন্ত্রণে রয়েছে সেখানকার দূষণ পরিস্থিতি।

 

Related articles

উৎসবের মরশুমে সতর্ক স্বাস্থ্য দফতর, মাতৃ ও শিশুমৃত্যু রুখতে কড়া নির্দেশ 

আলো ঝলমলে প্যান্ডেল, রোশনাই, ভিড়—শহর যখন মেতে ওঠে উৎসবের আবহে, ঠিক তখনই অন্য প্রান্তে দেখা যায় উদ্বেগের ছবি।...

সুপ্রিম কোর্টের শুনানিতে আশা আলো, ফিফার পর এএফসির চিঠি ফেডারেশনকে

বৃহস্পতিবার ভারতীয় ফুটবলপ্রেমীদের সব নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। ভারতীয় ফুটবল নিয়ে যে অচলাবস্তা চলছে তার জল গড়িয়েছে...

বিধানসভায় কেন্দ্রীয় বাহিনী নয়, মুখ পুড়ল বিরোধী দলনেতার

বিধানসভায়(WB Assembly) কেন্দ্রীয় বাহিনী প্রবেশ নিয়ে হাই কোর্টের নির্দেশে বিড়ম্বনায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। সম্প্রতি রাজ্য...

দুর্গাপুজোয় বাংলায় হয় কোটি টাকার ব্যবসা, বললেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুজো(Durga Puja) আমাদের গর্ব। বাংলার বড় উৎসব। এই দুর্গাপূজা(Durga Puja) থেকেও এক কোটি টাকার ব্যবসা হয়। বৃহস্পতিবার তৃণমূলের...
Exit mobile version